প্রকাশ : ০৯ জুলাই ২০২২, ০০:০০
পল্লীর এলোমেলো কেশে এক সরলতা
এলোমেলো শব্দচয়নে বলে কথা
কখনোবা গাছ বেয়ে পাড়ে আম
ঢিল মেরে পাড়ে কারো গাছের জাম
কখনোবা নৌকায় উঠায় শৈবাল ধাম
হাঁটে রূপের দ্যুতি ছড়িয়ে পুরো গ্রাম।
কারো ফুলের বাগানে করে চুরি
ফুলে ফুলে ভরিয়ে আঁচল করে ভারী
বৃষ্টির জলে টইটুম্বুর ভিজে
আম কুড়ায় বাগানে বাগানে
এ যেনো এক সরলতা
বয়সের সাথে সাথে হয়ে যায় নকশিকাঁথা
দেখা যায় না তাকে গাঁয়ের কোথা।
আর পুরানো শ্যাম রাস্তা ছুয়ে হাঁটে না
কিংবা কারো বাগানে চুরি করে না
দস্যি মেয়ে হয়ে যায় সরলতা
কেউ কেউ বলে মেয়ে নয় যেনো
এতো সবুজের বুকে স্বর্ণলতা।
* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা : [email protected]