রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৯ জুলাই ২০২২, ০০:০০

ঘুমহীন রাত
অনলাইন ডেস্ক

এমনটা কেনো হয়?

কেবল দিনের আলো চোখের পাতায় পৌঁছে

ফিরে আসে অহর্নিশ ভাঙা-গড়া রূপ-প্রতিরূপে।

সক্রিয় ভূমিকায় থাকে রাতের অন্ধকার।

তার আর কোনো পথে বাঁধা নেই,

চোখের পাতাটাও তার সাথে বন্ধুসুলভ।

কোটরে প্রবেশ করে, কী যেনো পরামর্শ দেয়।

আমি ধরতে পারি না তার কথা।

ওমন ভাষা আমার বোধগম্য নয়।

কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখেছি!

আঁধারের সন্দেহভাজন পরামর্শের পর-

‘চোখ’ আর পলক ফেলে না

নিদ্রাহীন জেগে থাকে সারারাত...।

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়