প্রকাশ : ০৯ জুলাই ২০২২, ০০:০০
নীলিমা, এই ঘন ঘোর বর্ষায়, কদম ফুলের মৌ মৌ সুবাস এ বুকের জমিনে;
খেয়ালে-বেখেয়ালে ঝিরিঝিরি বৃষ্টির ছোঁয়া সাদা আস্তিনে
আমার স্পর্শের সারস ডেকে উঠে বারবার বেলা-অবেলায়
বেদুইন মন স্নানের জলে ছন্দ তুলে যাযাবরের মতো
হেলেদুলে ছুটে বেড়ায়
অ্যালবাট্রস, ধূসর জলধারায়
নীলিমা, একবার বলো ভালোবাসো কি না আমায়-
কতযুগ ধরে দাঁড়িয়ে আছি এ বোবা রাস্তায়
ল্যাম্পপোস্ট হয়ে;
সকালে-বিকেলে ঝড়-বৃষ্টি সব কিছু মাড়িয়ে
দিগন্তের আলো-আঁধারির চুপি-চুপি খেলা
অযুত-নিযুত মাইল দূরে থাকা নক্ষত্রের ভেলা
তোমার আকাশি আস্তিনে ছুঁয়ে যাওয়া সবুজ বাতাস
এলোমেলো দোল খাওয়া তোমার আঙুলের ভাঁজ
ভীষণ মনে পড়ে আমার, সময়-অসময়ে;
নীলিমা, একবার বলো ভালোবাসো কি না আমায়!
ঐ দূর পাহাড়ে বয়ে চলা জাহ্নবী
ড্যাফোডিল ছন্দে নৃত্যরত ভ্রমর
পক-প্রণালি ছুঁয়ে যাওয়া সুর লহরি
এফিসাসে লুকিয়ে থাকা স্থিরচিত্র
ব্লুজ, রক-অ্যান্ড-রোলের শহর মেমফিস
ছন্দ তোলে তোমার রূপের স্পর্শে
মহুয়ার উড়ে যাওয়া উদাসি চুল
লক্ষীন্দরের ভেলা নির্বিগ্নে ছুটে চলে
তোমার কস্তুরি মৃগ সুবাসে
আমি, যাযাবর বুকের জমিনে কষ্ট পুষে পুষে
চোখের লোনাজলে বেদনার নহর বইয়ে দিয়ে
আর কত মহাকাল অপেক্ষার প্রহর
আর কতো ক্ষত-বিক্ষত হবে বুকের পাঁজর!
তুমি বলো, নীলিমা শুধু একবার বলো ভালোবাসো কি না আমায়!
শুধু একবার-
* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা : [email protected]