সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ০৯ জুলাই ২০২২, ০০:০০

অন্য রকম প্রেম
অনলাইন ডেস্ক

আজকের আবহাওয়াটা কেনো জানি অন্য রকম লাগছে। চারদিকে বাতাস বইছে আর ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। এ রকম আবহাওয়াতে মন একা থাকতে চায় না। কারো সাথে একটু আড্ডা দিতে পারলে ভালো লাগতো। সময়টা ভালোই কাটতো। এ কথা ভাবতেই ফোনে টং করে বেজে উঠলো। চেয়ে দেখলাম মিলির ম্যাসেজ। মনে মনে ঠিক করলাম আজকে তাহলে ওর সাথেই আড্ডা দিই আর দুষ্টুমিতে মেতে উঠি।

-ভাইয়া নীলা আপুর কি ব্রেকআপ হয়ে গেছে?

আমার তো মেঘ না চাইতে বৃষ্টি পাওয়ার মতো অবস্থা। এতোক্ষণ যা অনূভব করেছি এখন সেটাই হতে যাচ্ছে মনে হচ্ছে। আমি বুঝে নিলাম সেও আমার সাথে কথা বলতে কিংবা জমিয়ে আড্ডা দিতে চায়। কিন্তু কি দিয়ে শুরু করবে তা ভেবে না পেয়ে এমন প্রশ্ন করা। ব্রেকআপ হলে তুমি খুশি?

-না, আপনি বলেন

-তুমি কোনটা শুনতে আগ্রহী সেটা বল

-যা সত্যি তাই বলেন

-এখন কী করছো?

-বসে আছি, আপনাকে যা জিজ্ঞেস করছি সেটা বলেন।

-কী জিজ্ঞেস করছো?

-আপুর ব্রেকআপ হইছে কি না?

-উত্তর জানাটা কি খুব জরুরি?

-থাক আর বলতে হবে না।

-আচ্ছা, আজকে স্কুল গেছো?

-হুম, কেনো?

-প্রেম করতাম

-আল্লাহ, কী?

-বলছি, স্কুল না গেলে সুবিধা হতো প্রেম করতে পারতাম।

-কার সাথে?

-তোমার সাথে, কেনো পছন্দ হয় না?

-না

-হবে, আস্তে আস্তে অসুবিধা নাই। এবার তুমি রাজি থাকলে শুধু হ্যাঁ বলে দাও।

-না

-কেনো?

-আমি প্রেম-ভালোবাসা বিশ্বাস করি না।

-আমার সাথে প্রেম করা শুরু করো। তাহলে দেখবে বিশ্বাস হয়ে গেছে।

-না, আপনি অনেক বড়।

-বড় হওয়ায় তো ভালোই হইছে...।

-কীভাবে?

-সেসব এতো তাড়াতাড়ি বুঝবে না, এখন রাজি আছো কি না সেটা বলো?

-না।

-এভাবে দীর্ঘক্ষণ কথা বলার পর বলেই ফেললাম, আচ্ছা শোন, এখন থেকে আমাদের ম্যাসেজ দেয়া বা কথা বলা বন্ধ। যদি তুমি রাজি থাকো তাহলেই শুধু ম্যাসেজ দিবা।

-আচ্ছা

কিছুদিন পর হঠাৎ একদিন মিলি তার খালতো বোনসহ আমার সাথে দেখা করতে আসলো। এসেই আমাকে ঝড়িয়ে ধরে সে কি কান্না! আমি তো বিস্মিত আবার খারাপ কিছু হয়েছে নাকি? আর হলে তো নীলা আমাকে বলতো (নীলা ওর খালতো বোনের নাম)। নীলা আর আমি খুব ভালো বন্ধু। পরে জানতে পারলাম তেমন কিছু না। মিলি, কান্নামাখা কণ্ঠে বলে উঠলো, ভালোবাসি। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। বিষয়টি দেখে আমি হতভম্ব হয়ে পড়লাম। এখন এ মুহূর্তে তাকে কিছু বলতেও পারছি না। বললে সে কষ্ট পাবে এই ভেবে। মিলি বলতে লাগলো আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম মনে মনে। তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে সব সময় কাছে পেতে চাইতাম। তোমাকে প্রচুর ভয় পেতাম। তাই কখনো কিছু বলতে পারিনি। কিন্তু তুমি যখন ভালোবাসার কথা বলছো, তখন আমার মধ্যে একটা সাহস কাজ করতে শুরু করলো। ওইদিন আমাকে যখন বলছো, আমি ঠিক করেছি রাতে তোমাকে আমার সম্মতি আছে জানিয়ে রিপ্লাই দিবো। যখনি তোমাকে রিপ্লাই দিবো বলে ফোন হাতে নিলাম ঠিক তখনই হাত থেকে মাটিতে পড়ে ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে! আমার ভাগ্য খারাপ, তাই তোমাকে রিপ্লাই দিবো কী, তোমার সাথে আর যোগাযোগই করতে পারিনি। সেজন্যে আপুকে বলে আজকে তোমার সাথে দেখা করতে আসলাম এবং আমার মনের মধ্যে জমিয়ে রাখা কথাগুলো সরাসরি তোমাকে বলে দিলাম। প্লিজ, তুমি আমাকে কখনোই ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। কথা দাও আমাকে কখনো কষ্ট দিবে না। মিলি অনবরত এসব বলেই যাচ্ছে। আমি তাকে বুকে ঝড়িয়ে ধরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। মিলি, মিলি আমার ঘোর কাটলো তার দিকে তাকালাম। দেখলাম কী সুন্দর মায়াবী চেহারা, সুন্দর চাহনি, মলিন মুখ দেখে তার প্রতি আমার ভালো লাগা অনুভূত হতে লাগলো! আসলে এর আগে কখনো মিলির দিকে এভাবে তাকানোই হয়নি। তাকে দেখছি আর ভাবছি এটাও বুঝি সম্ভব? দুষ্টুমিতে প্রপোজ করা তারপর তাদের মধ্যে প্রেম হওয়া কিংবা দুজন একসাথে থাকার স্বপ্ন দেখা!

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়