প্রকাশ : ০২ জুলাই ২০২২, ০০:০০
সৃষ্টির সকল মানুষ বড়ই আপনজন
এই পৃথিবী আমার বলে।
ক্ষণিকের অভিমানে ভুলতে পারি না-
অম্বর হতে ভূপৃষ্ঠ বিস্তৃত সৌন্দর্য।
সৃষ্টির শ্রেষ্ঠ কোলাহল, মিলনের আলিঙ্গন
আলোর দ্যুতির মালা, বাতাসের দোলন,
অগ্নিশিখার তেজ, জলরাশির বহমান ধারা।
বিশ্বাস-অবিশ্বাসের খেলা অতি পুরাতন
তবুও মৃত্যু নাগাদ বিশ্বাসী হয়ে থেকে যায়,
হৃদয়ের গভীরে মিশে একান্ত কেউ।
সেই একজন বা অন্য কারো অবহেলায়
কেনো রাগ, হতাশা, গোপনে অশ্রুপাত?
বলবে কেনো? এই পৃথিবী আমার নয়!
কেনো হৃদয় আর দেহের আত্মহনন?
ঘৃণা করে মহাপাপ, নিজের জন্য বাঁচা,
হারবে অভিনয়, বাস্তবতার খাতিরে।
পৃথিবীর কোনো প্রান্তে অপেক্ষমান-
আমার ভগ্ন হৃদয়ের জন্য, আমার আপনজন।
* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা : [email protected]