প্রকাশ : ০২ জুলাই ২০২২, ০০:০০
আমার যদি জন্ম হতো একাত্তরের আগে
আমি যুদ্ধে যেতাম
মায়ের পায়ে সালাম করে, দোয়া নিতাম
বলতামণ্ডযাচ্ছি মা
তোমার মান রাখতে
যদি ফিরে না আসি দুঃখ করো না
সবাইকে মাথা উঁচু করে বলবে-
আমার ছেলে তার মায়ের জন্যে
জীবন উৎসর্গ করেছে।
আমার যদি জন্ম হতো একাত্তরের আগে
আমি যুদ্ধে যেতাম
ঘরে রেখে যেতাম বৃদ্ধ বাবাকে
বুকে বুক রেখে প্রতিজ্ঞা করতাম
বলতামণ্ডযাচ্ছি বাবা
দেশের শেষ শত্রুটিকে না তাড়িয়ে ফিরবো না
আর যদি ফিরে না আসি দুঃখ করো না
বাংলা ভাষার মাঝে আমাকে খুঁজে পাবে।
আমার যদি জন্ম হতো একাত্তরের আগে
আমি যুদ্ধে যেতাম
ঘরে রেখে যেতাম গর্ভবতী স্ত্রীকে
বলতামণ্ডযাচ্ছি প্রিয়
দেশকে মুক্ত করতে
যদি ফিরে না আসি দুঃখ করো না।
আমাদের অনাগত সন্তানকে বলো
তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলো।
আমার যদি জন্ম হতো একাত্তরের আগে
আমি যুদ্ধে যেতাম
সাথে নিয়ে যেতাম আদরের ছোট ভাইটিকে
বলতামণ্ডচল্ ভাই
মা যে ভাষায় কথা বলতে শিখিয়েছে
সেই ভাষার জন্যে লড়তে হবে
মৃত্যু এলে ভয় করিস না
মায়ের জন্যেই তো জীবন বাজি।
আমার যদি জন্ম হতো একাত্তরের আগে
আমি যুদ্ধে যেতাম
ঘরে রেখে যেতাম আদরের বোনকে
বলতামণ্ডযাচ্ছি লক্ষ্মীটি
ভাইয়ের কথা কাউকে বলিস না
দেখা হবে স্বাধীন দেশে
যদি ফিরে না আসি দুঃখ করিস না
ভাই তোর দেশের জন্যে প্রাণ দিয়েছে।
আমার যদি জন্ম হতো একাত্তরের আগে
আমি যুদ্ধে যেতাম
রেখে যেতাম ভালোবাসার মানুষটিকে
বলতাম - যাচ্ছি প্রিয়তমা
ফিরবো বিজয় নিশান উড়িয়ে
আর যদি ফিরে না আসি দুঃখ করো না
জীবনকে অন্য কারো সাথে ভাগ করে নিও।
আমার যদি জন্ম হতো একাত্তরের আগে
আমি যুদ্ধে যেতাম
দেহের শেষ রক্তবিন্দু দিয়ে প্রমাণ করে দিতাম
মা-সমতুল্য মাতৃভূমিকে কতটা ভালোবাসি।
* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা : [email protected]