সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ০২ জুলাই ২০২২, ০০:০০

সুগন্ধি
অনলাইন ডেস্ক

প্রিয় আমি তোমাকে

গতানুগতিক নিয়মের মতো লাল গোলাপ

দিয়ে ভালোবাসা বিনিময় করতে চাই না।

আবার সবার সামনে হাঁটু গেড়ে

একগুচ্ছ ফুল নিয়ে ভালোবাসি বলবো-

এটাও আমার দ্বারা সম্ভব হবে না!

কিংবা তুমি যদি বলো কোনো এক

পার্কে বা দর্শনীয় স্থানে ঘুরতে গিয়ে তারপর

হাতে হাত রেখে বলবো ভালোবাসি,

সেটাও করবো না।

কারণ তুমি যে আমার, শুধুই আমার।

এই তোমাকে অন্য কেউ দেখুক

কিংবা আমাদের ভালোবাসা বিনিময়ের দৃশ্য

নিয়ে কেউ হাসি-তামাশা করুক

অথবা তোমার সম্পর্কে কারো কোনো

বাজে মন্তব্য আমি মেনে নিতে পারবো না।

তা-ই তো এসব কিছুতেই আমি থাকতে চাই না।

আমি বেছে নিতে চাই পুরানো সেই চিঠির যুগকে।

যে যুগে শুধুই চিঠি আদান-প্রদান ছিলো।

প্রেমিক-প্রেমিকারা সে সময় চিঠির মাধ্যমে

ভালোবাসা প্রকাশ করতো।

তখন ভালোবাসার মধ্যে বিকৃত কোনো

চাওয়া-পাওয়া ছিলো না।

ছিলো না একজন অন্যজনকে হারানোর ভয়।

কিন্তু তাদের ভালোবাসা টিকে যেতো

বছরের পর বছর, যুগের পর যুগ।

আমি তো ভালোবাসা বিনিময় করবো

গোলাপের পরিবর্তে প্লাস্টিকের ফুল দিয়ে।

জানো প্রিয় এতে তোমার উপকার-ই হবে।

প্রথমত, তোমার হাতে কাঁটার আঘাত লাগবে না,

আবার তুমি যত্ন করে রেখে দিতে গেলে

ফুল পচে গেলে এক ধরনের গন্ধ বের হয়

যেটা তোমাকে স্পর্শ করতে পারবে না।

আমার দেয়া ফুলের মধ্যে সুগন্ধি না থাকলেও,

তুমি যত্ন করে রেখে দিতে জানলে

টিকে থাকবে যুগের পর যুগ।

একদম আমাদের সম্পর্কের মতো করে।

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়