সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২৫ জুন ২০২২, ০০:০০

যান্ত্রিক দেয়াল
অনলাইন ডেস্ক

আহা কী দুঃসহ যন্ত্রণা

মন তার আটকে থাকে ঐ দেয়ালে,

যেথা সুখ খুঁজি ক্ষণে ক্ষণে

বারবার দিই উঁকি

এই বুঝি সুখ পেলাম।

আহা কতো বাজিমাত,

দলবেঁধে গোসল, আড্ডা,

প্রিয় খেলার মাঠ আর-

রাত জেগে উপন্যাস পড়ার ঘোর।

সবই স্মৃতি

হ্যাঁ, আজ সবই স্মৃতি

সময় কি আর ফিরে আসে?

তবুও সুখ খুঁজি ওই দেয়ালে।

ফেসবুক, ইন্সটাগ্রাম, টিকটক, লাইকি

আরো আছে টুইটার।

আড়ালে হৃদয় চিরে চিরে খায়

যুগের সাথে তাল মিলিয়ে তার-

স্বভাব কি আর বদলায়?

তবুও ওই দেয়ালে বন্দী

কতটুকুই থাকি আর প্রকৃতির মাঝে

মন আটকে থাকে ভার্চুয়াল পর্দায়।

ভয়ে কাঁপে হৃদয়

আমার আগামী প্রজন্ম নিয়েই যতো সংশয়।

আজ উন্মুক্ত হোক খেলার মাঠ,

সংস্কৃতি চর্চা।

মহল্লায় মহল্লায় পাঠাগার হোক

সকলে ভরে উঠুক আলোয় আলোয়।

যান্ত্রিক ওই দেয়াল থেকে বেরুবে সকলে

জ্ঞানের আলো ছড়াবো এ ধরায়।

আমার মতো তরুণরা

আত্মাকে সপে দিক এ প্রত্যয়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়