প্রকাশ : ২৫ জুন ২০২২, ০০:০০
একটি প্রতিবাদী বজ্রকণ্ঠ কাঁপিয়েছে সোহরাওয়ার্দী উদ্যান,
স্বাধীনতার প্রেরণায় উজ্জীবিত হলো, লক্ষ বাঙালির প্রাণ।
কিশোর, যুবক মুক্তির দাবিতে নেমেছে সংগ্রামী পথে,
নিপীড়নের গ্লানি ঘোচাতে অস্ত্র তুলেছে হাতে।
নারী, পুরুষ, ছাত্র, কৃষক সকলে নির্বিশেষে
সারা-বাংলায় বেঁধেছে ঘাঁটি শত্রুদের দমাতে।
কত ছেলের প্রাণ ঝরেছে, কতোজন গিয়েছে জেলে,
সম্মুখযুদ্ধে, বুকের রক্ত অকাতরে দিয়েছে ঢেলে।
রক্তে ভেসেছে বধ্যভূমি, লাশের উপর লাশ
সম্ভ্রম কেড়ে হায়েনারা করলো নারীর সর্বনাশ।
গণহত্যায় হয়নি ক্ষান্ত, কেড়েছে বুদ্ধিজীবীদের প্রাণ
হার মেনে পাক-বাহিনী দিয়েছে, তার প্রতিদান।
যৌথবাহিনীর যুক্ত লড়াইয়ে হেরেছে পাক দল,
বিজয়ের উল্লাসে নেমেছে পথে, মুক্ত বাঙালির ঢল।
বাংলার আকাশে উড়ছে স্বাধীন বিজয়ের পতাকা,
বিশ্ব মানচিত্রে বাংলাদেশের ছবি হলো আঁকা।
বাংলা স্বাধীন, বাঙালি স্বাধীন, স্বাধীন দেশের মাটি,
রক্তে গড়া মাতৃভূমি সোনার চেয়েও খাঁটি।
একটি স্বাধীনতা ফিরিয়ে দিলো বাঙালি জীবনে প্রাণ,
সকলের কণ্ঠে ধ্বনিত হয়, বিশ্ব কবির গান।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
পরতে পরতে সুখ তোমার সৌন্দর্য রাশিরাশি।