প্রকাশ : ২৫ জুন ২০২২, ০০:০০
স্বাধীনতা আমার এক সাগর রক্তের প্রতিচ্ছবি
লক্ষ শহীদের আত্মত্যাগ, মা-বোনের সম্ভ্রম
নোনা জলে বুক ভাসানোর স্মৃতি-চিহ্ন।
স্বাধীনতা পিতার তর্জনী ডাক
কম্ভুকণ্ঠের দরাজ সুর, সোহরাওয়ার্দী উদ্যানের মাঠভর্তি যোদ্ধা-শ্রোতা।
স্বাধীনতা আমার বীর-সেনানীর রাইফেলের সাঁ সাঁ শব্দ,
মিছিলের গান; বেতারের সুর-
মাটিতে রক্তের ছোঁপ ছোঁপ দাগ
মায়ের আর্তনাদ, বোনের আহাজারি,
বাবার অশ্রুমাখা চোখ।
স্বাধীনতা ব্যাংকার, কামানের বিরুদ্ধে
গ্রাম্য যুবক মালেক, রহিমের শূন্যে উঁচিয়ে ধরা থ্রি-নট থ্রি রাইফেল, স্টেনগান
লাল-সবুজ মানচিত্রের পতাকা।
স্বাধীনতা কবির লিখা কবিতা
শিল্পির রং-তুলিতে আঁকা ছবি, দ্রোহ আর সাহসের নাম;
ভয় হারানো জনতার দেদীপ্যমান শপথ, মুক্তির নেশা।
স্বাধীনতা আমার ছাপ্পান্ন হাজার বর্গমাইলের স্বদেশ
দেশ-মাতৃকার মুক্তির চেতনা, দ্রোহ আর আত্মশক্তিতে বলীয়ান হওয়ার শপথ, শোষকদের ত্রাস।
স্বাধীনতা আমার শোষণ, বঞ্চনাকে পরাহত করার এক সংগ্রাম
জেল, জুলুম, ধ্বংস আর দুঃসহ অন্ধকারের ইতিহাস পেরিয়ে নূতন সূর্য শিখার রশ্মি।
স্বাধীনতা আমার বুক ভরে শ্বাস নেয়ার প্রত্যাশা
সীমান্তের অতন্দ্রপ্রহরী, বিজয়ের মাহেন্দ্রক্ষণ;
আশা জাগানিয়া গান, স্বপ্ন দেখার একবুক জমিন
হাতে পাওয়া এক ফালি চাঁদ, আমার জীবনের কাঙ্ক্ষিত প্রত্যাশা।