মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জুন ২০২২, ০০:০০

শান্ত শহর
অনলাইন ডেস্ক

মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ

দিনের পর দিন, যা দেখার

ইচ্ছে পোষণ করেছি আমি।

কিন্তু,

আমি দেখি শান্ত-শ্যামল ক্ষেত

শান্ত এ শহর!

শান্ত এ প্রকৃতি!

পুরো শহরটা একটা কালো আবরণে ঢাকা।

এবং,

আমি চেয়ে দেখি তার চপল গতি

যখন অনেক কাছের টিনের চালগুলোতে

ঝমঝম করে পরে বৃষ্টির আওয়াজ

এক অপূর্ব সৌন্দর্য কাজ করে তাতে।

চিকন চিকন বৃষ্টির ফোঁটাগুলো পুরো শহরটাকে

এক নিমিষে ভিজিয়ে চলে গেলো।

আমার কাছে ভালো লাগে বসে থাকতে

অত উঁচুতে দূরে দৃষ্টি ছড়িয়ে...।

ইতি

গল্পটা শুধু ডায়েরির।

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়