মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ জুন ২০২২, ০০:০০

সময়
অনলাইন ডেস্ক

একটি একটি করে হলো যে দিন গত

এভাবে যে পেরিয়ে গেলো দিন কত শত শত।

হতে যে থাকলো ঋণ প্রতিদিন,

ভেবেছি কখনো দেখেছি খুলে খাতার ঋণ।

সারাজীবন দেখলাম চোখে আনন্দের রিমঝিম,

তাণ্ডই করে কাটিয়ে দিলাম দিন।

ফুরিয়ে যে যায় বেলা,

হাতে তো থাকে বোঝাভর্তি ঋণের ভেলা।

সময়ের সন্ধিক্ষণে হিসাব মিলাতে দেখি ঋণ,

আফসোস! হায় কীভাবে করলাম পার দিন।

সময়ের কী করেছি ব্যবহার, হলো কীভাবে ঋণ।

এখন তো আর বুঝে লাভ নেই আমি যে শক্তিহীন।

তাই দিন থাকতে করি পূরণ সময়ের ঋণ।

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়