প্রকাশ : ০৪ জুন ২০২২, ০০:০০
মাটি ফাটা রদ্দুর
জমিতে পানি নেই
কৃষকেরা চেয়ে আছে আকাশে
এই বুঝি বৃষ্টি এলো।
টুপটাপ ঘাম ঝরে,
তালপাখা বাতাসে
শরীর জুড়ায় কৃষান-কৃষাণী।
অথবা কোনো গাছের ছায়ায়
বসে শীতল পরশের অপেক্ষায়,
এই বুঝি বৃষ্টি এলো।
শিশু-কিশোর-কিশোরী
বাড়ি বাড়ি চাল আর টাকা
তুলতে ব্যস্ত।
উঠোনে পানি ঢেলে
কাঁদার মধ্যে গড়াগড়ি
এই বুঝি বৃষ্টি এলো।
হঠাৎই কালবৈশাখী ঝর
যেনো উড়িযে নিতে চায় সবকিছু
অতঃপর বৃষ্টি
অঝোর ধারায় বৃষ্টি
শীতল হয় শরীর ও মন
সতেজ হয়ে ওঠে প্রকৃতি।
* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ই-মেইল : [email protected]