প্রকাশ : ০৪ জুন ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
শত্রুর তীরের আঘাতে
বিদীর্ণ দেহ-মন
তবুও হার মানে না বীর।
ধ্বনিতে তার মুগ্ধ-
পরাজয় রুখতে কষ্টই যেনো
তৃপ্তির সুধা।
মহাবীর হাঁটু ভাঁজ করে বসে পড়লো
মুখে হাসি, বুকে বল
আকাশের দিকে তাকিয়ে
এই ক্ষণে কেউ কি হাসে!
রক্তে রঞ্জিত দেহও
সেজদায় লুটিয়ে পড়লো জমিনে।
শত্রু করতে পারেনি উল্লাস
মরতে মরতেও বীর
মানেনি হার কণ্ঠে
জীবনের শেষ বাক্য ছিলো
কালিমায়ে শাহাদাত।
* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ই-মেইল : [email protected]