প্রকাশ : ০৪ জুন ২০২২, ০০:০০
একদিন ঠিকই কবিতা শোনাব তোমায়,
ঘুম ভেঙে গেলে;
দূর যাত্রায় হারাব খানিক,
টিএসসির বারান্দায়, অনাড়ম্বর দিনগুলোতে।
সম্মোহনে,
ঝরাপাতায়,
কিংবা নিস্তব্ধ হেডফোনে,
কয়েক বসন্ত এভাবেই, সেই বিকেলের সুর;
তন্দ্রাচ্ছন্ন হয়ে এলে,
গোটাকয়েক সন্ধ্যার স্মৃতি মেখে,
দুজনেই ডুব দেব ফের।
ফোঁটা ফোঁটা শিশিরের দল,
জমে গেলে চোখের কোণে,
রাতের শেষভাগে ছুঁয়ে দেব ঠিকই;
একটু একটু করে,
পিয়ে নেব সমগ্র কষ্ট তোমার;
ঘুম ভেঙে গেলে,
একদিন ঠিকই কবিতা শোনাব তোমায়।
* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ই-মেইল : [email protected]