প্রকাশ : ২৮ মে ২০২২, ০০:০০
ক্যাম্পাসে সরণির দুই ধারে
ফুটেছে হলুদ জবা টগবগে লালা চন্দ্রমল্লিকা
থরে থরে ফুটে আছে কসমস পিটুনিয়া।
সেই সরণির পাশে ধরে,
একখানা ছয়রংঙ্গা জামদানী শাড়ি দেহে জড়িয়ে
কপালে কালো টিপ হাতে লাল গোলাপ নীল চুড়ি পরে
হেঁটে আসা এক কামিনীর,
কাপড়ের প্রতি ভাঁজ চন্দ্রমল্লিকার পাপড়ির মত সাজানো।
হাতের নীল চুড়ি পিটুনিয়ার মতই নয়ানাভিরাম
অর্ধচন্দ্রের মত দুই ভ্রু মাঝে একবিন্দু কালো টিপ।
মুক্ত হাওয়ায় দুলছে তার কৃষ্ণ কেশ।
আহা!
কী চমৎকার!
তার মায়াবী চাহনি। নির্মল হাসি। উড়ন্ত কেশ!
তার মোনালিসার মত রহস্যঘেরা নির্মল হাসি
আমার হৃদয়ের তৃষ্ণার খোরাক জুগিয়েছে।
হৃদয়মরুতে ফুটেছে ফুল বারির স্পর্শে।