সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২৮ মে ২০২২, ০০:০০

জান্নাতুল নাঈমের কবিতা
অনলাইন ডেস্ক

শোনো তবে

শোনো হে অদেখা মানব-

যদি দুজন দুজনাকে ভালোবেসে ফেলি

শোনো তবে-

আমার প্রশয়টুকু নিও তবুও প্রতাপের মতো করো না

আমার সমস্ত মন নিও তবুও কোনো ঝলসানো স্মৃতির জন্যে আমায় দূরে রেখো না

আমার চোখে হঠাৎ বৃষ্টি এনো তবুও একটানা শ্রাবণ মেঘের দিন করো না

আমায় কিছুটা শূন্যতা দিও তবুও বিচ্ছেদ দিও না

আমার শাসনে রেখো তবুও শাসকের মতো বিচার করো না।

যদি দুজন দুজনাকে ভালবেসে ফেলি

শোনো তবে-

আমায় অভিমানে যাচ্ছেতাই বলে নিও তবুও বিদায় দিও না

আমায় চৈতালী রাতের মতোই ঝিরিঝিরি প্রেম দিও তবুও দগ্ধ তাপদাহের বিষাদ দিও না

আমার সমুদ্রের মতো গর্জন দিও তবুও জলোচ্ছ্বাস দিও না

মনটাকে কাঁদামাটি করে দিও তবুও পাথর মন দিও না

আমায় তরঙ্গ দিও তবুও সুনামী দিও না।

যদি দুজন দুজনাকে ভালোবেসে ফেলি

শোনো তবে-

আমায় খরার মতো রাগ দিও তবুও ঝলসানো শস্যের মতো পুড়তে দিও না

আমায় ভবিষৎ দিও তবুও অতীতের হিসাবে আমার নামটুকু দিও না

আমায় একটু প্রেরণা দিও তবুও ব্যর্থতায় সমালোচনা করো না

আমার সমস্ত মন চুক্তি করে নিও তবুও বিরোধ করো না

আমার ভুলটুকু শুধরে দিও তবুও অজুহাতে ছেড়ে যেও না।

একটিবার ভালোবাসো যদি

একটিবার ভালোবেসে দেখো-

আমি আজন্ম তোমায় ভালোবেসে বিস্মৃত সুখী উদ্‌যান করবো

একপ্রান্তে মরুভূমির মতোই তোমাকে তাপদাহে পুড়াবো

অন্যপ্রান্তে শস্যমাঠের মতো শ্রাবণের ব্যাপক বৃষ্টি ঝড়াবো

সেই বৃষ্টিতে পুরানো সব ধুয়ে নতুন কুড়ি গজাবে

মেলে উঠবে নতুন আশা

একপ্রান্তে আমি পাহাড়, গাছালী, অরণ্য, ঝর্ণাধারার মতোই জীবন সাজাবো

তুমি জীবনের কর্মব্যস্ততায় শেষে ওইখানটায় ছুটে আসবে

অন্যপ্রান্তে আমি সমুদ্রের মতো মনকে বহমান করবো

ক্লান্তি শেষে ওইখানটায় এসে সুখবিলাস করবে।

কেবল একটিবার ডেকে দেখো,

সমস্ত পাখি হয়ে তোমার তেপান্তরে নেমে যাবো

সব ফুল হয়ে যাবো,

তুমি সেই ফুলে অন্ততকাল হৃদয় বিলাবে

রাত্রি হয়ে যাবো,

জোছনায় তোমার ঘর আলোকিত হয়ে যাবে

অন্ধকারে জোনাকি হয়ে বিদ্যুৎতের মতোই তোমার সীমানা আলোকিত করবো

বিশাল শস্য মাঠ হবো-

সবুজে সবুজে তোমার নতুন আনন্দ হাসি হবো,

আরো হবো নির্মল হাওয়াজুড়ানো বিলের পাশের মতোই নদী

হে অদেখা পুরুষ, শুধু একবার ভালোবাসো যদি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়