প্রকাশ : ২৮ মে ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
দূরত্ব বাড়ে ক্ষয় আর ক্ষতর মতো।
জীবন বড়োই অদ্ভুত।
মানুষগুলো ভীষণ বিচিত্র,
প্রেমণ্ডভালোবাসা কি সবসময়ই
এক অনুভূতির বাহক?
বোধহয় না!
যদি হতো তবে কি আর বিচ্ছেদণ্ডবিরহ
জয়ী হয় মান-অভিমানের ঊর্ধ্বে?
আর সবাই যখন দূরত্বই পছন্দ করে।
তবে! ‘প্রিয়’ বৈশিষ্ট্যে কিছু কামনা করা ভুল।
ক্ষয় আর ক্ষতর চিকিৎসা করাও বোকামি।
সুতরাং প্রার্থনা করি-
সঞ্চিত অভিমান তাদের সুখের উৎস হোক।