প্রকাশ : ২৮ মে ২০২২, ০০:০০
প্রস্ফুটিত ফুল
একটি ফুল প্রস্ফুটিত হয়েছিলো মধুমতির তীরে,
সবুজ-শ্যামল এ বাংলায়-
সুবাসে সুশোভিত, সুগন্ধে মাতোয়ারা চারদিক
আলো ঠিকরে পড়ে স্ব-ভাস্বরে, দেদীপ্যমান হয়ে উঠে বাংলার ইতিহাস।
আলোয় আলোয় উদ্ভাসিত হয়ে উঠে জীবন
সময়ের সাথে সাথে ফুলটি হয়ে উঠে মানবতার কবি,
শিল্পী, নেতা, পিতা
মানবতার মুক্তির দিশারী।
হাজার শোষণ আর অত্যাচারকে যিনি পায়ে মাড়িয়েছেন
সাহস আর প্রত্যয়ে যিনি হয়ে উঠেছিলেন
নির্ভীক মশাল-
মুক্তির ঝাণ্ডা নিয়ে দাঁড়িয়েছেন শত্রুর মুখোমুখি,
শাসকের বুক কাঁপে দুরু দুরু।
হয়ে উঠেছিলেন হ্যামিলনের বাঁশিওয়ালা
কোটি মানুষের স্বপ্নের কাক্সিক্ষত ঠিকানা-
যিনি এনে দিয়েছেন মুক্তি, লাল-সবুজের পতাকা
ভূ-মণ্ডলে ছাপান্ন হাজার বর্গ মাইলের মানচিত্র।
ফুলটি হয়ে উঠে বাঙালির সকল আশা-ভরসা আর
অনিঃশেষ প্রেরণার বাতিঘর, হৃদয়ের স্পন্দন
সগৌরবে উল্লসিত হয়, সতত সপ্রতিভ হয়ে উঠে
সময়ের সাহসি ফুল, বাংলার কানন হয়ে উঠে শোভিত
ফুলটি পিতা শেখ মুজিবুর রহমান, বাঙ্গালির বঙ্গবন্ধু।
***
আহ্বান
রূপালি আলো গায়ে মাখতে চাইলে আসতে পারো
চাইলে ধরতে পারো আমায়,
খুলতে পারো হৃদয় বাতায়ন
ধরতে পারো হাত
উষ্ণতায় বাধতে পারো নিজেকে, আমাকে।
আহ্বানে তুমি হাজির হতে পারো
এ পথ চলায়, এই আলোর মিছিলে
ভালোবাসার পথে
এখানে আলোরা বিস্তৃত হয়ে পড়ে দূর দিগন্তে।
আলোর বিকিরণে দুঃখরা দূরে ভিড়ে
কষ্টরা টানে ইতি, আলোকোজ্জ্বল জীবন ধরা দেয়
স্বপ্নের গতি হয় ইচ্ছের মিশেল
হাতছানি প্রসারিত হয় ক্রমশ।
রূপালি আলোয় ভাসতে এসো, কাছে এসে ভালোবাসো,
স্বর্গের সুষমাতে ভরিয়ে তোলো জীবন
এগিয়ে চল বিশ্বাস নিয়ে
তোমায় জানাই আহ্বান।