সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৪ মে ২০২২, ০০:০০

জান্নাতুল নাঈম
অনলাইন ডেস্ক

শোনো বালিকারা,

তোমরা ভেঙ্গে পড়ো না

জীবনকে তোমরা ছয়ঋতুর সঙ্গে তুলনা করো

একদিন তুমি গ্রীষ্মকাল হবে

তুমি বৈশাখী ঝড়ের ডালাপালার মতো ভেঙ্গে যাবে

তোমার স্বপ্ন ভেঙ্গে যাবে

তোমার সাজানো-গোছানো অনেক কিছুই উড়ে যাবে

মনটা কাঠফাটা রোদের পুড়ে যাবে

অপেক্ষা করো একদিন সজীবতা আসবেই।

একদিন তুমি বর্ষাকাল হবে

আষাঢ়ের মতো ঝিরিঝিরি বৃষ্টি মতো না পাওয়া তোমাকে প্রতিনিয়ত কাঁদাবে

শ্রাবণের মতো আঁধার চোখে-মুখে দেখবে

এতোকিছুর ভেতর তোমাকেই বৃষ্টিতে ভিজেই আনন্দ করা শিখতে হবে।

একদিন তুমি শরৎকাল হবে

মনের আকাশে নীল তোমাকে হাতছানি দিবে

কাশফুল দেখে তুমি মাতোয়ারা হবে

প্রচণ্ড আনন্দে উদ্বেলিত হয়ে তুমি সুখী হবে

তবু একবার জেনে রাখো আশ্বিনে মাসেও বৃষ্টি হয়।

সব কিছুর জন্যে নিজেকে প্রস্তুত রেখো।

একদিন তুমি হেমন্তকাল হবে

তাল পিঠার উৎসবের মতো আনন্দ তোমাদের জীবন আসবে

নবান্নের আমন ধানের মতো সুখের হাসি তুমি হাসবে

তবু তুমি মনে রেখো যে কোনো সময়ে হুটহাট বৃষ্টি আসতে পার

বৃষ্টিতে কীভাবে বাড়ি ফিরে যায় সেটাও শিখে নিও

এটাই হবে তোমায় নিজের একান্ত পাথেয়।

একদিন তুমি বসন্তকাল হবে

কোকিল তোমাকে ফুল দিয়ে প্রেম বিলাবে

তুমি নিকটে যেও না

তুমি বিভোর হইও না

মনে রেখো, সুখের কোকিলরা দুঃখে পালিয়ে বেড়ায়।

একদিন তুমি শীতকাল হবে

কুয়াশার মতো কিছু ব্যর্থতা তোমাকে ঘিরে ফেলবে

তুমি শিশিরের ভেতরে সজীব হওয়ার প্রেরণা নিজেই নিও

জেনে রাখো, কুয়াশাভরা দুঃখে হলদে সর্ষেরা হেসে উঠে।

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়