সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৪ মে ২০২২, ০০:০০

মোঃ আল বাহার
অনলাইন ডেস্ক

যদি শেষবার বলে যেতে

তবু মন থেকে দোয়াই দিতাম।

হয়তো কপালে চুমু দিয়ে

বিদায় দিতাম

হয়তো একটু হলেও

খুশিতে হাসতাম,

হয়তো ভালো থেকো বলতাম।

হয়তো আজ আর কিছু

আমার বলার থাকতো না

হয়তো সব ভুলে যেতাম

সান্ত¡না খুঁজে পেতাম।

হয়তো তোমাকে শেষবারের মতো

প্রাণভরে দেখতাম।

হয়তো আজও আমাদের

স্মৃতিগুলো মনে হলে

ঠোঁট চেপে হাসতাম।

***

ভুল ভালোবাসা

কেনো তুমি আমার স্বপ্ন ভেঙে দিয়েছো

আমি তা জানতে চাইবো না।

পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি,

সম্পূর্ণ দোষ তুমি আমাকেই দেবে।

কতদিন তুমি ভালোবাসি... ভালোবাসি বলেছো

শুনে আমি অবাক হতাম

ভাবতাম, আমি কি এতোটাই সৌভাগ্যবান?

না, আমি সৌভাগ্যবান নই,

সে সন্দেহই তুমি সত্যি করে দিলে।

তোমার মতো নিখুঁত অভিনয়ে এমন ভালোবাসি ভালোবাসি

আমিও বলতে পারতাম

সাহস ছিলো না?

না, এ কথা ঠিক নয়

তবে, কেনো বলিনি?

এ প্রশ্নই করবে হয়তো।

তোমাকে আরও প্ররখ

করে দেখার ইচ্ছে থেকেই সময় নিচ্ছিলাম

অবশ্য ভালোই হয়েছে।

তোমার এভাবে চলে যাওয়া

আমাকে অপ্রমাণিত করেছে।

কিন্তু, আমার ভালোবাসাকে

অপমান করতে পারেনি।

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়