প্রকাশ : ১৪ মে ২০২২, ০০:০০
ঈদুল ফিতর এলো মাগো
একটি বছর পরে,
নতুন জামায় ঈদ আনন্দ
করবো মজা করে।
বাবার সাথে ঈদগাহ মাঠে
নামাজ পড়তে যাবো,
ফিরে এসে আপুর হাতের
লাচ্ছি সেমাই খাবো।
ভাইয়ার সাথে ঘুরতে যাবো
ছোট খালার বাড়ি,
হাওড়পথে পানসি নৌকায়
দেবো দুজন পাড়ি।
***
তেলে আগুন
তেল বাজারে তেলে আগুন
জ্বলছে দ্বিগুণ ভাই,
গরিবের ওই তেল বাজারে
যাওয়ার সাধ্য নাই।
দিন আনে দিন খায় গরিব
আছে ভীষণ দুঃখে,
তেলের লিটার দুশ’ টাকা
এইতো তারা সুখে।
মন্ত্রীমশাই পকেট তারই
তেলের টাকায় ভরে,
গরিব মানুষ এইনা দেশে
যাক না সবাই মরে।
তেলবাজিতে ভরে গেছে
লাল-সবুজের দেশ,
তেলা মাথায় তেল দেয় যারা
হবে না তার শেষ।
* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ই-মেইল : [email protected]