সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১৪ মে ২০২২, ০০:০০

আনিস ফারদীন
অনলাইন ডেস্ক

এই স্নিগ্ধ সকাল, প্রভাতের রক্তিম সূর্য

কোমল শান্তির আবহে পূর্ণ এক রাজ্যে

আঙ্গিনায় সদ্য ফোটা সহাস্য জারুল ফুল।

দুর্বাঘাসের সবুজে শরীর এলিয়ে বসা

নীলাভ আকাশ, সারি সারি বৃক্ষ সমারোহ

মায়াময় হাতছানি, পুষ্পে শোভিত কানন।

এই রোদ্দুর সকালের অবারিত মায়ায়

প্রশান্ত হৃদয়, প্রফুল্ল মন আর প্রত্যাশা

এক চিলতে ভালোবাসার স্বপ্ন, আনাগোনা।

এই রাজ্যে চাই তোমার সহাস্য আগমন

জুড়ে দিতে পারো মনের, প্রেমের স্পষ্ট গল্প

ধোঁয়া ওঠা চায়ে রাঙ্গাতে পারো এই সকাল।

সঙ্গ দেবে প্রকৃতির শীতল ¯স্নিগ্ধ বাতাস

রাজ্যের স্বপ্নে আনমনে হতে পারো বিভোর

অন্তরের অলক্ষে হতে পারো এই আমার।

***

জ্যোৎস্না

জ্যোৎস্না গায়ে মাখবো বলে

রাত জাগি-

পথ চেয়ে থাকি।

বাহিরে কি জ্যোৎস্না

অথচ-

আমি গেলেই সে মেঘে ঢাকে।

কথায় আছে অভাগা যে দিকে যায়

সাগর নাকি শুকিয়ে যায়।

তাই জ্যোৎস্নাকে আর দোষ দিই না

তার তো আর দোষ নেই-

সব দোষ অভাগার।

***

ওপরের দাবার চাল

চাইতেই পারো সব কিছু

পেতেও পারো

তবে সব ওই উপরে বণ্টিত হয়।

একটু উপরে তাকাও

হাত ওই উপরে বাড়াও-

চাও সব কিছু।

দেখো, সব তোমার হয়ে গেছে

নড়েবড়ে ভিত হয়েছে মজবুত

দাবার চাল চলে এসেছে হাতে!

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়