প্রকাশ : ১৬ এপ্রিল ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
তোমার অভাবে প্রতিটি নিশি
বিষন্নতায় কাটে
তুমি বিহনে জ্যোৎস্না রাতও
ডুবে ঘন অন্ধকারে!
তোমার অভাবে
রাতের প্রহর যায় যেনো খুব বেড়ে
শূন্য বুকে দুঃখীনি পেঁচা ডাকে কুহু সুরে
আমি কেমন করে থাকবো তুমি বিহনে?
মনগগনের চাঁদ ডুবে যায়
একলা আমায় করে,
ভালোবাসা আমার ছুটে যেতে চায়
গন্তব্যহীন পথে,
হঠাৎ কেনো ধমকে দাঁড়ায়
দাও বিধাতা বলে-
আমি থাকতো পারবো না সই
তারে বিহনে।