বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২২, ০০:০০

বৈশাখের রঙ
অনলাইন ডেস্ক

বৈশাখী রঙ মেখে খোকাখুকি হাসে

বৈশাখে সাজ সাজ রব চারিপাশে।

ঢাক বাজে, ঢোল বাজে, সমধুর বাঁশি,

সবার মুখেতে আজ বৈশাখী হাসি।

চিড়া-মুড়ি-খই-নাড়ু-পাচনের সবজি

বৈশাখে খাবে সবে ডুবিয়েতো কব্জি।

মেলায় ঘুরতে যাবে খোকা আর খুকি

বৈশাখী রঙ মনে করে আঁকিবুঁকি।

বৈশাখ এলো আজ কি দারুণ ছন্দে,

কাটবে সবার ভালো খুশি ও আনন্দে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়