প্রকাশ : ১৬ এপ্রিল ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
হাওয়া বদলে গেলে
বিপরীত ঢেউগুলো শরীর পেয়ে যায়
ঢেউয়ের জলজে মন ভিজিয়ে দিলে
শ্রুতি, সুষমা, শিরিনা এক সুতোর গান শোনায়
প্রদর্শনের মহিমা বুঝে কেবল কাল
ভাসার খোয়াব হতে
তবু- কেউ কেউ ডুবে যায়
পরিবর্ধন হতে পরিবর্তনের তলানি
যেহেতু ভাবের নিঃস্ব থেকে যায়
রোকেয়া, সুফিয়া, প্রীতিলতা গানগুলো
কখনো মরে না দুনিয়ায়
শিউলি, পলাশ, গন্ধরাজের
মতো বেঁচে থাকে সমগ্রতায়।