প্রকাশ : ০৯ এপ্রিল ২০২২, ০০:০০
স্বাধীনতা!
ওপারে বসে অনর্গল সিগারেট ফুঁকে যাওয়া কোনো বাবুসাহেব যেনো।
যাকে এই পাড়ে আনা প্রায় অসম্ভব-ই নয় দুর্লবও।
স্বাধীনতা।
বলি, মায়ের খালি হলো কোল, বোন হারালো ভাই,
ছেলে হারালো বাবা, সম্মান হারালো নারী।
স্বাধীনতা-
বল আর কি চাই!
যদি মায়া-মমতার প্রয়োজন না থাকে,
তবে জমির মিয়ার ঘর পুড়লে কেনো?
কেনো চির ঘুমে জড়িয়েছো আলপথে পড়ে থাকা রক্তাক্ত কৃষক শ্রমিক;
স্বাধীনতা!
এবার উঠে দাঁড়াতেই হবে।
স্টেন জড়ো কাঁধ, কোমরে কার্তুজ, পিঠে রাইফেল হাতে উন্মত্ত গ্রেনেড-
এবার ফিরে দেখো তোমায় নিতে এলো যারা।
স্বাধীনতা এবার ছেলেহারা মায়ের বুক ভরিয়ে দাও পূর্ণতার পরশে, বোনের ¯েœহ লুফে নাও অবাধ্য ভাইয়ের চরিত্রে।
আলপথের রক্ত চুষে রাঙ্গিয়ে দাও সোনালি ধানের শীষ।
স্বাধীন একবার ফিরে দেখো তোমার প্রতীক্ষায় কোটি কোটি হৃদয়ের অশ্রুক্ষরণ।
স্বাধীনতা এবার তোমার পালা...।