সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২২, ০০:০০

স্বাধীনতার এবার তোমার পালা
অনলাইন ডেস্ক

স্বাধীনতা!

ওপারে বসে অনর্গল সিগারেট ফুঁকে যাওয়া কোনো বাবুসাহেব যেনো।

যাকে এই পাড়ে আনা প্রায় অসম্ভব-ই নয় দুর্লবও।

স্বাধীনতা।

বলি, মায়ের খালি হলো কোল, বোন হারালো ভাই,

ছেলে হারালো বাবা, সম্মান হারালো নারী।

স্বাধীনতা-

বল আর কি চাই!

যদি মায়া-মমতার প্রয়োজন না থাকে,

তবে জমির মিয়ার ঘর পুড়লে কেনো?

কেনো চির ঘুমে জড়িয়েছো আলপথে পড়ে থাকা রক্তাক্ত কৃষক শ্রমিক;

স্বাধীনতা!

এবার উঠে দাঁড়াতেই হবে।

স্টেন জড়ো কাঁধ, কোমরে কার্তুজ, পিঠে রাইফেল হাতে উন্মত্ত গ্রেনেড-

এবার ফিরে দেখো তোমায় নিতে এলো যারা।

স্বাধীনতা এবার ছেলেহারা মায়ের বুক ভরিয়ে দাও পূর্ণতার পরশে, বোনের ¯েœহ লুফে নাও অবাধ্য ভাইয়ের চরিত্রে।

আলপথের রক্ত চুষে রাঙ্গিয়ে দাও সোনালি ধানের শীষ।

স্বাধীন একবার ফিরে দেখো তোমার প্রতীক্ষায় কোটি কোটি হৃদয়ের অশ্রুক্ষরণ।

স্বাধীনতা এবার তোমার পালা...।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়