প্রকাশ : ০২ এপ্রিল ২০২২, ০০:০০
তোমার আসার কথা শুনে,
তাবৎ পৃথিবী তাকিয়ে আছে;
মধ্যযুগীয় কায়দায়
মেম্ফিসের টিলায় আলোড়ন তৈরি হয়েছে
ঘাসের গ্রন্থিতে ছড়িয়ে পড়েছে তার রেশ
মোহনীয় আবেশে-
চন্দ্রকণ্যা বিচ্ছুরিত করেছে
আকাশছোঁয়া আলোকবর্তিকা।
তোমার আসার কথা শুনে
মহাকর্ষীয় ধ্রুবক ঢেউ তুলেছে
শামুক-ঝিনুকে;
পাতায় পাতায় ঘর্ষণে মেলেছে ডানা অশোক
কুয়াশার ভাঁজে, সুর তুলেছে ভোরের শিশির
হৃদয়ের চৌকাঠ মাড়িয়ে অলিন্দ নিলয়ে!
জেগে উঠেছে স্পর্শের সারস।
তোমার আসার কথা শুনে
ঢাকার রাজপথ;
ধানমন্ডির ৩২ নম্বর, মানিক মিয়া এভিনিউ
মধুর কেন্টিনে আজ সাজ সাজ রব;
মিছিলে-মিছিলে, স্লোগানে-স্লোগানে
মানুষে-মানুষে ভেদাভেদ ভুলে;
উড়িয়েছে আজ বিজয় কপোত।
তোমার আসার কথা শুনে
মহাফেজখানায় রাখা হয়েছে
জাগতিক সব ভালোবাসা,
সাম্যের গান শুনতে শুনতে;
দক্ষিণা সমীরণে বেজে উঠছে
ভ্রাতৃত্বের সাইরেন,
অণু-পরমাণু, মহাকর্ষ-অভিকর্ষ
সকল সূত্র আজ একসূত্রে গাঁথা
স্বাধীনতা, প্রাণের স্বাধীনতা;
তোমার আসার কথা শুনে;
আনন্দাশ্রু বর্ষিত হয়, ধর্ষিতা সখিনার
কিংবা পা হারানো দামাল ছেলের।
তোমার আসার কথা শুনে
বুকে বুক চেপে;
কাঁধে কাঁধ রেখে
দেখি আজ
নতুন সকাল।