প্রকাশ : ১২ মার্চ ২০২২, ০০:০০
একদিন আমি আপনাকে নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটাবো,
এই শহরেই আপনার মুঠোবিস্মৃত মাঠে হেঁটে বেড়াবো
এই শহরেই হুট খোলা রিকশায় সন্ধ্যা বেলায় ঘুরে বেড়াবো,
আপনাতে বিশুদ্ধ অক্সিজেন ছড়িতে দেবো
বারান্দা, ঘর, দুয়ার, টেবিল সব জায়গায় শুধু বিশুদ্ধ বাতাস এনে দেবো
ধোঁয়া, বালু, ধুলিকণা সব সাফ করে জীবনজুড়ে শুধু সৌন্দর্য আনবো।
পুরানো দুঃখের তাপদাহে আমি বরফের বৃষ্টি ঝড়াবো
যেখানে দুঃখ স্মৃতি আপনাতে আসবে
আমি তখন মুঠো চেপে বলবো এই আমি আছি
পুরানো ঝীর্ণ, শীর্ণ সব আমি ধূলোপড়া বালিশের মতো রোদে শুকিয়ে ঝেড়ে দেবো
তারপর আপনাতে শুধু বসন্ত কাল আসবে
সেখানে প্রতিনিয়ত ফুল ফুটবে
আমি কোকিল হয়ে ঘর দুয়ার মাতোহারা করবো
নতুন সজীব পাতার মতো আমি এসে জীবন সজীবতায় ভরিয়ে দেবো।
দেখা হোক
আমাদের দেখা হোক প্রতিনিয়ত
আঁখিতে বিচ্ছুরণ না হোক
হাতে হাত কখনোই না রাখি
কথার ফুলঝুরি না ঝড়ুক
তবু বারং বারং আমাদের দেখা হোক।
আমাদের দেখা হোক
প্রচুর সাজগোজের বাহার না ছড়াক
খোঁপায় জুড়ে পুষ্প না থাকুক
কাজলে দিয়ে চোখ না সাজুক
এই সাধারণ বেশেই আমাদের দেখা হোক।
আমাদের দেখা হোক
পার্কে, রেস্টুরেন্টে, নদী, শহরের অলিগলিতে কথা না হোক
খাবারের মৌ মৌ গন্ধে পেট না ভরুক
বসন্তে বিকেলে দশ মিনিটের জন্য যেকোনো সবুজ মাঠে কথা হোক
শুধু আঁখিজুড়ে প্রেম নামাতে হাজার বার দেখা হোক।