প্রকাশ : ১২ মার্চ ২০২২, ০০:০০
কষ্ট আমি
কষ্টের রং আমি
আমি গাঢ় নীল সাগর!
না পাবার জ্বালা
পেয়ে হারাবার জ্বালা
আমি পুষি রাত-দিন।
পোড় খাওয়া মন
যখন তখন
আধ পেটে থাকার, অভ্যেস
বেহিসেবী আমি
পুড়ি দিবানিশি
ঘুরি পথে পথে
বুকে বুক চেপে
নিয়ন শহরে নিশিদিন।
দুঃখ আমি
দুঃখের আমি
দুঃখের সাগরে বসবাস
দুঃখ নিয়ে গেঁথেছি মালা
দুঃখের সাগরে ভাসিয়েছি ভেলা
আমি আগন্তুক আজীবন।
ভুল আমি
ভুল মানুষ আমি
সারাদেহে ভুলের বসবাস
ভালোবাসা ভুল
কাছে আসা ভুল
অনুভূতি ভুল
স্পর্শ ভুল
ভুলে ভরা জীবন-যৌবন।
ঘুরি পথে পথে
বুকে বুক চেপে
নিয়ন শহরে নিশিদিন।