প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
মৃত্যু
মৃত্যু হবে বলেই জন্মেছি
মরেই যাবো
চিরন্তন কে হতে পারে?
মরে যাবো একদিন অমর হতে,
মৃত্যু মানে সব শেষ নয়।
এ তো আরেক জীবনের শুরু,
চলে যাওয়া শেষ কথা নয়।
প্রভুর নামে
আজানের ধ্বনিতে হৃদয় ব্যাকুল
কষ্ট কিসের অজুতে
বেহেস্তের সুখ খুঁজে পাই
প্রভুর নামে সিজদাতে।
সমাজ এবং মানুষ
সমাজ এবং মানুষ
একটি অপরটি ব্যতীত অপূর্ণ।
মানুষ যা প্রত্যাশা করে
সমাজের কাছে তা রয়েছে।
সমাজ যা প্রত্যাশা করে
মানুষের কাছে তা রয়েছে।
সমাজ এবং মানুষের মাঝে
পার্থক্য যদি থাকে, সেটা
যার মধ্যে শক্তি-জ্ঞান,
বিবেক-বুদ্ধি আছে সে মানুষ।
সমাজ বলতে বিস্তৃত, যার মধ্যে
বৃক্ষ আছে, ফুল আছে
পশু আছে, পাখি আছে
নদী আছে, পাহাড় আছে। কিন্তু,
জ্ঞান, বুদ্ধি ও বিবেক নেই।
যে সমাজ যতো বেশি সভ্য
সে সমাজ ততো বেশি
মর্যাদার অধিকারী।
সমাজকে মানুষের যতোটা
প্রয়োজন মানুষকেও সমাজের
ততোটাই প্রয়োজন।
সুবিবেকবান মানুষকে সমাজের প্রয়োজন
শান্তির জন্যে।
তেমনি আরাম ও সুশীতল ছায়ার প্রয়োজনে
মানুষের ঢালপালাবেষ্টিত সবুজাভ বৃক্ষের প্রয়োজন।
সুগন্ধি ঘ্রানে মানুষের যেমন ফুলের প্রয়োজন
তেমনি মনে প্রশান্তি জাগানো স্বরের জন্যে
পাখির প্রয়োজন।
মানুষের খাদ্য ও পুষ্টির জন্যে পশুর প্রয়োজন।
পবিত্রতা অর্জনের জন্যে মানুষের নদীর প্রয়োজন।
কিন্তু নগরায়নের ফলে আজ
ফুল, পাখি, ভেজালমুক্ত খাবার ও সুবিশাল নদী বড্ড অভাব।
এক ধরনের যান্ত্রিকতায় ভর মানুষ ছুটছে, তেপান্তরে
মানুষই পারে সমাজকে সুন্দর, সুখময়
ও শান্তিতে বসবাসযোগ্য করে তুলতে।
কারণ মানুষ ছাড়া সমাজ
পরিত্যক্ত জঙ্গল।