সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

তোমার দেয়া ফুল
সজীব খান

তোমার দেয়া ফুল আজও রেখেছি যতœ করে আমার হৃদয় পিঞ্জরে। অনুভবে শুধুই তুমি। তোমার সব অস্তিত্ব আমাকে ভাবায় যে সবসময়। তোমার মায়াবী রূপ আমাকে যে পাগল করে। তাই বার বার ছুটে যাই তোমার কাছে। নয়নজুড়ে তোমায় দেখি। অপলক নয়নে তাকিয়ে কিছুক্ষণ দেখে চলে আসতে হয়। কারণ বিজয়ের পথ যে অনেক দূর!

তুমি কি আমায় অনুভব করো। আমি যেভাবে তোমাকে অনুভবে রেখেছি। নাকি আমার এককেন্দ্রিক চাওয়াটা শুধুই পাগলামি। আরও আগে কেনো তোমায় দেখা হলো না। যখন দেখা হলো, তোমাকে একান্ত করে পেতে মন চাইলো। তখন নিজেদের একটা বাধায় কিছুটা সীমাবদ্ধতায় রাখতে হচ্ছে। তারপরও প্রেমের দোপাট্টা যখন উড়ছে মনে। তোমাকে ভুলে থাকা যে সম্ভব হচ্ছে না। হাতে বালা আর কপালে সিঁধুর দিলেই তো সব শেষ হয় না। নিজেকে সুখী ভাবা যায় না। এর ভেতরেও যন্ত্রণা আর কষ্টে নিজেকে কুড়ে কুড়ে ধ্বংস করতে হচ্ছে। যখনই তোমার সাথে কথা হয়, তখন তুমি ও যে সুখী নও বুঝে নিজেকে আড়াল করে তোমাকে নয়ন ভরে দেখে চলে আসতে হয়। কারণ তোমাকে যে আমি ভালোবাসি, তোমার আমার মিলনের পথ অনেক দূর। তাই আমার অন্ধ প্রেমের কাহিনি অজন্ম ইতিহাস হয়ে থাকবে।

মাঝে মাঝে তোমার একগেয়ামী মনোভাবে কষ্ট হলেও নিমিষেই সব ভুলে গিয়ে ভাবি হয়তো বা ভুল সবটাই আমার। এটা আমার পাগলামি। সকাল-সন্ধ্যা কিংবা রাতে মনের অজান্তেই প্রতিনিয়ত তোমায় মনে পড়ে। রাতে যখন তন্দ্রা ভাঙ্গে তখন মন ছুটে যায় তোমার কাছে। অনুভব করতে করতে এক সময় চোখে তন্দ্রা নামে।

মাঝে মাঝে তোমার অস্তিত্ব। না বলা কথায় মনে করে দেয় তুমি যে আমার। তোমাকে কি দিয়ে উপমা দিবো জানি না, আমার বুকভরা ভালোবাসা সবই অর্থহীন, তারপর ও তোমাকে ভুলতে পারছি না। কি করবো, উত্তর জানা নেই আমার, নিজেকে নিজে অনেক প্রশ্ন করি, নিজের প্রশ্নের ভেড়াজালে আমি যে নিজেই ঘরবন্দী, তোমাকে ভুলতে অনেক চেষ্টা করি, কিন্তু পারি না, এটাকি আমার অপরাধ, এত প্রেম আমার, সে প্রেমের কলি কি কখনো ফুটবে না।

আমার অস্তিত্বজুড়ে তুমি, আমার নিঃশেষ যেনো তোমার জন্যে, বিশেষ মুহূর্তে যখন তোমায় মনে পড়ে, তখন আর কিছু ভালো লাগে না, জানা-অজানা সব কিছু নিয়েই তুমি, একাকিত্ব যখন আমাকে স্পর্শ করে, তখন তোমার জল্পনা-কল্পনা আমাকে উদাসীন করে, উড়ো প্রেম আমার বার বার তোমার কাছে ছুটে যায়, তোমাকে পেতে চায় একান্ত নিজের করে। ভালোবাসতে চাই মনপ্রাণ উজার করে। জানি না কিসের এত টান। এ ছেলেমানুষী আমার কবে দূর হবে। এতো ছেলেমানুষীর অবসান কোথায়? তোমার চোখের হাসি, ঠোঁটে লিপিস্টিক, আর চোখ জুড়ানো হিজাব আমাকে উদাসীন করে। তুমি হাসলে ফুল ফুটে, তুমি কাঁদলে মেঘ ঝড়ে। তোমার আমার প্রেম নষ্টালজিয়া হবে কালের আর্বতনে। যখনই তুমি আসবে, তখনই দুই হাত মেলে তোমাকে বুকে নিবে এ অবুঝ মন আমার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়