সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

ভালোবাসার গল্প এমনই হয়
পলাশ দে

ভালোবাসা ছাড়া আর আছে কি। কোনো আবেগ নয়, বরং বাস্তবতা, মানবিকবোধ আর বিশ্বাস থেকেই ভালোবাসা, প্রেম ও ভালো লাগা হতে হয় এবং তাই হওয়া উচিত। কিন্তু আদৌ কি মূল্যবোধ অক্ষুণœ রেখে কি প্রেম-ভালোবাসা করা হচ্ছে? সত্যিই ভালোবাসা আছে বলেই পৃথিবী এতো সুন্দর। প্রকৃতিও যে ভালোবাসা দেয়, ভালোবাসা চায় এবং ভালোবাসা নেয়। ভালো লাগা থেকেই তো ভালোবাসার সৃষ্টি হয়। যে মানুষের মনে ভালোবাসা নেই, তার কিছুই নেই, সে শূন্য। মন বলে কিছু নেই। মানুষে মানুষের বিশ্বাস অর্জনটাও এক কঠিন বাস্তবতা। মানুষ মানুষের প্রতি অবশ্যই বিশ্বাস থাকতেই হবে। কারণ প্রেম-ভালোবাসার মূল হচ্ছে বিশ্বাস। যে মানুষকে বিশ্বাস করা যায় না, সেই মানুষের সাথে কখনোই ভালোবাসা জাগ্রত হয় না।

মানুষ একা থাকতে পারে না। তেমনি জীবন চালাতেও পারে না! প্রেম-ভালোবাসা পৃথিবীর সকল জাতি-ধর্ম-বর্ণ ও ভাষা নির্বিশেষে মানুষের মাঝে সবসময়ই জাগ্রত। কখন যে মনের জানালায় ভালোবাসা এসে নাড়া দেয় তা কিন্তু আজো কেউই আগ থেকে বলতে পারবে না। যা চির সত্য।

বন্ধুত্ব তো হয় প্রেম-ভালোবাসা থেকে, প্রেম-ভালোবাসা আছে বলেই বন্ধুত্বের বন্ধন এগিয়ে চলে। কে যে কখন প্রেম-ভালোবাসা ময়ে আবদ্ধ হয়ে পরে তা-ও হঠাৎ করেই হয়ে যায় আগ থেকে বলা যায় না। আমার এক বন্ধু ব্যবসা করেন। বন্ধু বিয়ে করেছেন প্রেম-ভালোবাসায় জড়িয়ে। তো বেশ ভালো। ছেলে-মেয়ের বাবা হয়েছেন। তো আরো বেশি ভালো। কিন্তু বন্ধুর ভালোবাসার মানুষ অফুরন্ত! একদিন বন্ধুকে বললাম, কি অবস্থা খোঁজ-খবর কি? আমার এ জিজ্ঞাসার পর বন্ধু উত্তরে বললো, বন্ধু বেশ ভালো আছি। চায়ের আড্ডায় বন্ধু বললো, জানিস বন্ধু বহুদিন থেকেই একজন ভদ্র মহিলাকে দেখছি, মহিলা প্রায়ই এ মার্কেটে আসে। উত্তরে বন্ধুকে আমি বললাম, ঠিক আছে। এখনতো মার্কেটে যার যার প্রয়োজন মতো বাজার-সদাইসহ জরুরি প্রয়োজনে মহিলারা হাট-বাজার ও মার্কেটে আসেই, তাতে বন্ধু তোর কোনো সমস্যা?

তখন বন্ধু আমায় বললো, দেখ বন্ধু তোর কথা সবই ঠিক আছে। তবে বলছি কি সবাইকে তো আর চোখে পড়ে না এবং ভালোও লাগে না। কিছু মানুষকে দেখলে সে হোক পুরুষ বা মহিলা অসাধারণ দেখতে লাগে, চোখ সরানো যায় না। বন্ধুকে বললাম, তা অবশ্য ঠিক আছে এবং তোর কথার বেশ যুক্তিও আছে। যাক, তুই যে মহিলার গল্প বলছিলি সেটা বল শুনি। বন্ধু বললো, দেখ প্রতিদিনই তো কত মানুষের সাথে কথা বলি, কিন্তু সত্যিই কজনকে মনে রাখি, সে যদি ব্যতিক্রম কিছু না হয়। আমি বললাম, হ্যাঁ তাই তো ঠিক আছে তো।

বন্ধু বললো, মহিলাটা শ্যামবর্ণের, তবে মার্কেটে আসলে একেকদিন একেকটা কালারের বোরকা পরে আসে। আমি তাকে চিনে ফেলি, চোখ দুটো খুব মায়াবি, দূর থেকেই চিনতে পারা যায়। আমি বন্ধুকে বললাম, মহিলার সাথে কি তোর কথা হয়েছে। উত্তরে বললো, হ্যাঁ কথা হয়েছে, মাঝে মধ্যে আমার সাথে দেখা হয়, কথা হয়। আমি বললাম, তাই না কি! বন্ধু হেসে বললো হুম তাই। বললাম, বন্ধু মহিলার স্বামী-সন্তান আছে তো না কি? বন্ধু বললো, হ্যাঁ আছে। সে যখন সামনে দাঁড়িয়ে বলে কেমন আছেন, তখন বন্ধু আমি কোথায় যেনো অজানায় হারিয়ে যাই। সেই মুহূর্তের কথা কি করে যে বোঝাবো।

আমি বললাম বন্ধু দারুণ তো! তুই কি বন্ধু তার অপেক্ষায় থাকিস।

উত্তরে বন্ধু বললো, না রে বন্ধু, তবে না দেখলে খুব মিস করি ভাবি মনে পড়ে।

আমি তার কথা শুনে বললাম বন্ধু তুই তো মহিলার প্রেমে পরে গেলি, তবে খুব সাবধান বন্ধু, আমার ভাবী-বাচ্চাদের যেনো কিছু না হয়, ওনারা যেনো ঠিক থাকে।

বন্ধু আমার কথা শুনে বলে আরে দূর প্রেম-ভালোবাসা তো নিজের স্ত্রী, ছেলে-মেয়ের সাথে। এই তো হলো একজনকে ভালো লাগা, ভালোবাসা। এর মধ্যে অন্য কিছুর সন্দেহ নেই রে বন্ধু।

আমি বললাম, খুব ভালো, তারপরেও সাবধান বন্ধু। কোনো অঘটন যেনো না হয়।

আজকাল তো কোনো বিশ্বাস নেই। অনেক অঘটনতো ঘটে চলছে। তাই বললাম। আমার সাবধানতার কথা শুনে হাসতে হাসতে বললো, দেখ বন্ধু মন বলে কথা, একটা মানুষ যদি ভালোবাসা ও ভালো লাগায় জড়িয়ে যায় মনে অজান্তে তখন আর কি করা। হ্যাঁ তবে এখন যে বয়স চলছে তাতে বিপদ হওয়ার সম্ভাবনা নেই। হুম কোনো বিপদ-আপদ না হলেই ভালো বন্ধু। তবে সত্যিই বলি কি চলার পথে হঠাৎ দেখতে পাওয়া বিশেষ করে কিছু নারীকে অসাধারণ লাগে।

বন্ধু জীবন চলার পথে ভালো লাগা, ভালোবাসা ও প্রেম যদি না থাকে তবে তো জীবনটাই এক রকম ব্যর্থ ও অজানা শূন্যতা মনের মাঝে রয়ে যায়। বন্ধুর মানবপ্রেমের চেয়ে নারীর প্রেমেই মগ্নতায় থাকে বেশি। ভালো লাগা ভালোবাসার মানুষ সুস্থতা ও দীর্ঘজীবী লাভ করুক এই প্রত্যাশা শুভকামনা সবসময়।

ভালোবাসার মানুষ ভুল বুঝে দূরে সরে গেলে কোনো খোঁজ-খবর যখন অজানা হয় তখন খুব মন খারাপ লাগে। ভালো লাগা-ভালোবাসা অফুরন্ত থাকুক মানুষ মানুষের জীবন চলার পথে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়