শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

নেতা
কে এম খোকন

নেতা শব্দটি খুব ছোট হলেও এর পরিধি বিশাল। নেতা তিনি-ই, যার ভেতরে নেতৃত্বের গুণাবলি রয়েছে। যিনি দেশ ও জাতির দুর্দিনে কা-ারি হয়ে জনতার মাঝে হাজির হন। সাধারণ জনগণের দুঃখে দুঃখী এবং সুখে সুখী হন। যার নেতৃত্ব দেশ, জাতি ও সমাজ সুন্দরভাবে এগিয়ে চলে।

নেতার চরিত্র হবে সুন্দর। যাকে দেখে অন্যরা শিখবে। কি করে দেশের কল্যাণে কাজ করতে হয় তা-ও শিখবে। কিভাবে মানুষের কল্যাণে নিয়োজিত থাকতে হয়। যুগে যুগে পৃথিবীতে সে রকম বড় বড় অনেক নেতা আমরা দেখতে পাই। যাঁদের মোহনবাঁশির সুরে মহাসমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো জেগে উঠেছিলো দেশ, জাতি ও সারাবিশ্ব। সেসব নেতার ছিলো সুন্দর নীতি ও আদর্শ। অথচ আজকাল আমাদের নামধারী নেতাদের না আছে নীতি, না আছে আদর্শ। যেনো তেলবাজি না করলে নেতার কাছে কর্মীর কোনো মূল্য নাই। যে যতো তেলবাজ সে নেতার কাছে ততোটাই আপন। অধিকাংশ নেতারই কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। সমাজের দিকে তাকালে দেখতে পাই, চাপাবাজ, গলাবাজ, আতি নেতা, পাতি নেতা, এসব নেতার কোনো অভাব নেই। আমাদের দেশে নেতা আছে নেই নৈতিকতা। নেতা আছে কিন্তু নেই কোনো সত্যিকারের জননেতা, নেতা আছে কিন্তু শিক্ষিত নেতার বড়ই অভাব, সমাজের দিকে তাকালেই তার বাস্তব প্রমাণ দেখা যায়।

আজকালকের অনেক নেতার দুটো রূপ। একটা ফেরেস্তার মতো, আরেকটা ইবলিশের মতো। যাদের প্রধান কাজই হলো সাধারণ জনগণকে তাদের দাস হিসেবে মনোনীত করা, আর আমরা সাধারণ মানুষ তাদের কাছে দাবার গুঁটি, যে সকল নেতা আজও বিনাস্বার্থে সমাজের, দেশের জন্যে কাজ করে যাচ্ছেন তাদের প্রতি রইলো হাজারো সালাম, আর যারাই জুলুমবাজ তাদেরকে জানাই ঘৃণা আর ধিক্কার। দেশ ও জাতি পরিচালিত হোক সত্যিকারের জননেতার মাধ্যমে-এটাই কামনা করি। ভালো থাকুক দেশের সাধারণ মানুষ ও সত্যিকারের নেতারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়