প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২২, ০০:০০
তোমাকে খুঁজেছি নিস্তব্ধ কুয়াশায়
শতবার নয় সহ¯্র বছর ধরে।
তোমাকে যতোই চেয়েছি ততোই গিয়েছো
দূর হতে বহুদূরে।
শ্রাবণের মেঘ-আষাঢ়ের শেষে
কতবার যে ফিরে ফিরে আসে!
কিন্তু তুমি এখনো খুব অভিমানী,
পাইনি তোমায় পাশে।
তোমাকে খুঁজেছি জ্যোৎ¯œা রাতে
অঙ্কিত কফির পেয়ালা হাতে,
খুঁজতে-খুঁজতে কতবার ঘুমিয়ে পড়েছি
কতবার যে জেগেছি ভোর রাতে!
তবুও তোমায় পাইনি খুঁজে।
তোমাকে খুঁজতে গিয়ে দেখেছি বহুবার
ওই ডাকাতিয়া বৃদ্ধ হয়েছে।
দেখেছি নিঃসঙ্গ পাখিটিও সঙ্গী নিয়ে
নীড়ে ফিরে এসেছে,
তুমি কি আর আসবে না?
এ অপেক্ষার শেষটা হবে আর কতদিন শেষে?