সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২২, ০০:০০

জান্নাতুল নাঈমের তিনটি কবিতা
অনলাইন ডেস্ক

তোমাকে

তোমাকে দেখার পর থেকে আমার আকাশ অতিরিক্ত সুন্দর লাগছে

এখন আমার আকাশে রোজ রোজ তারা, চাঁদ উঠে

আমি জ্যোৎ¯œা গায়ে মেখে মেখে সুখে ভাসতে থাকি

কি যেনো একটা সুখে অকারণে হাসতে থাকি

এখন তারা, চাঁদ, অন্ধকার সবই ভালো লাগে।

তোমাকে দেখার পর এক মাদকতা লাগে

সারাটি দিন রাত তোমাকেই দেখি

যতোবার দেখি একটা সুখ আমাতে বাতাসের মতো উড়ে

আজকাল আমি তারা দেখা ছলে কল্পনায় তোমায় দেখি।

তোমাকে দেখার পর আকাশ, রাত, দিন, ফুল, পথফুল,

ঘাসফুল সবই ভালো লাগে

একটা ফুল দেখলেই তোমার দেবার ভাসনা জাগে

একটা তারাময় রাত্রি হলে তোমায় দেখায় ইচ্ছে হয়

মনে হয় তুমি আসো,

নিসঙ্কোচে আমার পাশে বসো,

দিনগুলো এখন শরতের কাশফুলের সুন্দর লাগে

বিকেলটায় অকারণে সুখি লাগে

সন্ধ্যাটা বেশিই ভালো লাগে।

.

তোমার দেখা নেই

এই তো সেদিন পুকুরভরা পদ্ম দেখে আমি উদ্মসিত

হাঁটুজলে নামবো বলে জলে পা ছুতেই

আমি শ্রাবণ হয়ে গেলাম

অবশেষে জানলাম তুমি নেই

ভালোবাসা বলতে তো আমার কিছুই নেই।

এই তো সেদিন তাঁতের শাড়ি দেখে চোখ জুড়িয়ে গেলো

আমি কিনলাম বটে,

তারপর শিউলি ফুলে খোঁপায় জড়াতে মনে পড়লো

আমার কেউ নেই,

এতো বড় ভূখ-ে তোমার দেখা নেই।

এই তো সেদিন একটি চিঠি লিখলাম

অবশেষে মনে হলো ঠিকানা নেই

তুমি নামক কোনো মানবের অস্বস্তি নেই

আঁখি ভিজে একাকার হলো

বলো তো তোমার ঠিকানা বলো।

.

তুমি চাইলেই পারি

ভালোবাসি বলতে পারি,

শূন্যে হাতে ফিরে আসার চেয়ে

অগোচরে রেখে উড়িয়ে দেয়াই ভালো

যদি না ফিরে আসতে হয়

এই লোনাজলে ফিরে আসার থেকে ভালোবাসা আত্মমননে উড়িয়ে

একাকি থাকাই ভালো।

রাত জাগতে পারি,

ঠিকানা একখাম চিঠি দেয়া যায়

কি লাভ বলো!

যদি না সেই চিঠির প্রতিত্তোর না আসে

সেই চিঠির বদলে ভালোবাসায় চিরকাল রাখা না যায় না।

ভালোবাসা মূল্যবান,

অনুভূতি আদলে একখানি ঘর বাঁধা যায়

যদি সেই অনুভূতি তুমি ফিরিয়ে দাও

আমাকে তোমার ভেবে না নাও

তাই তো ভালোবাসি বলিনি।

তোমার আঙ্গুলের ভাজে একগুচ্ছ ফুল গুঁজে দিতে পারি,

একখানি বই হাতে তুলে বলতেও পারি তোমার জন্যে,

অনেক কিছু পারি

কি পারি না!

তুমি ডাকলেই পারি

তুমি চাইলেই পারি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়