প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২২, ০০:০০
সত্যের পথে
আমি নজরুলের মতো
বিদ্রোহের কথা বলছি
আমার কবিতায় প্রতিটি শব্দে
অগ্নিস্ফূলিঙ্গের মতো
দাউদাউ করে জ্বলে উঠবে
বাতাসে ছড়িয়ে যাবে
ধ্বংসের কথামালা।
আর দাঙ্গা নয়
জ্বালাও-পোড়াও নয়
অন্তরে ভূজঙ্গ
মুখে মধু-বাটি।
তোমাকে চিনেছি আমি
দেবদূত এসেছে জানি
তাইতো কবিতাখানি।
মানব ধর্মের কাছে
আর কিছু নেই
এসো সত্যের পথে
জীবনের জয়গান গাই।
.
শ্যামল ছায়ার তলে
টুঙ্গীপাড়ায় বনবীথির শ্যামল ছায়ার তলে
জাতির পিতার জন্ম হলো
ধন্য ধন্য বলে।
সত্য ন্যায়ের সংগ্রামে
বজ্রকণ্ঠে তাঁর
বঙ্গবন্ধু উপাধী নেই যে কারো আর।
শ্রেষ্ঠ সন্তান বাঙালির
তুলনা অপার
এই মাটি এই দেশ ভালোবাসার
গরিব-দুঃখীর নয়নমণি
হৃদয়টা উদার
জাতি ধর্মের বিভেদ নাই
ধর্ম যার যার
শ্রেষ্ঠ সন্তান বাঙালির
তুলনা অপার
মাথা নত করেনি স্বাধীনতার।