প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২২, ০০:০০
সৌরভ সালেকীন
দু দ- ঘুম
অবসান ঘটায় ফ্যাকাসে দুঃখের।
আকশের মুখভার প্রায়-ই অনেকের সাথে মিলে;
পথ ছেড়ে বি-পথে বইছে বাতাস,
মগজ আর দেহ টাল সামলাতে হোঁচট খায়।
রুদ্ধশ্বাস আর কণ্ঠে বিন¤্র আক্ষেপ,
শহরের পথে মিথ্যে অভিনয় হরদম।
অবক্ত চিত্র চিরকাল-ই গোপন তথ্য।
ফাটা বুকজুড়ে শহরের গলি ধরে
অস্পষ্ট এগোয় কাল, বাড়ে রাত, ফেরে ভোর।
অথচ আজও বিশ্রাম মেলেনি
“যদিও মন আর দেহ ক্লান্ত’ভার”
কিছুটা লেশ নেওয়াই উত্তম
তবে যদি দু দ- ঘুম মিলে এবার।