প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২২, ০০:০০
কংক্রিটের এই শহরে;
সুনয়না, দেখা তোমার সাথে
কাকভেজা বৃষ্টির টইটম্বুর জলে
তোমার চুলের পশমি স্পর্শে
আবেগের কৌটায় বিচ্ছুরিত
ধানমন্ডির সাতাশ নম্বরে;
সুনয়না, তোমার চোখে চোখ রেখে;
বস্তাপঁচা জীবনের এলেবেলে প্রান্তরে
একটুকরো ভালোবাসা উঁকি দিয়েছিলো
শ্রাবণের রোদহীন বিকেলে।
ভেজা শহরের ভেজা রাস্তায়,
বৃষ্টিতে ভিজেছি দুজন অবলীলায়
চোখে চোখ, হাতে হাত রেখে
পৃথিবী দেখার মতো
অবাক বিস্ময়ে দেখেছি তোমার রূপের চঞ্চু
আবেগে আপ্লুত জিনজিয়ানের
বাহারি খাবারের ভীড়ে;
হারিয়ে গেছি আমি বার বার তোমার
আঁখিপল্লবে,
স্বপ্নের পর স্বপ্ন ছুঁয়ে
তুমি পাড়ি দিলে ভিনদেশে
জমকালো নিয়ন আলোয়
আভিজাত্যের চাকচিক্যে
হারিয়ে গেলে তুমি তোমার প্রিয় ম্যানহাটনে।
সুনয়না, এই উদ্বাস্তের জীবনে এসেছে অনেক কিছু,
এসেছে সম্মান, অনেক মানুষ
আসেনি শুধু তোমার মখমলে হাসি,
তোমার হাসির ফোয়ারা
আজও বিম্বিত হয় এই পোড়া রাস্তায়
ধানমন্ডির, সাতাশ নম্বরে।