প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০০:০০
সৌরভ সালেকীন
অনেক অদেখা দৃশ্যমান হলো
অবেলায়
এবেলা, মুছে ফেলা যাক,
শব্দের চোখ ভেজা জল।
লুকিয়ে বাঁচুক,
নিভৃতে অস্তিত্ব চেপে বাঁচা বাক্যের দল।
আহত অস্তিত্বের মূল্য কখনো বাড়ে না,
তুমি জানো! আহত মানে
জীবন আর মৃত্যুর মাঝামাঝি ধাপ উন্নতি।
ভেবেছিলাম অন্ধ চরিত্রের অভিনেতা হবো,
তুমি ভালোবেসে পথ দেখিয়ে দেবে,
এগিয়ে নেবে অবশিষ্ঠ প্রাণের নিথর দেহ।
অথচ অদেখা দৃশ্যমান হওয়ায়
ধারণার বিপরত হলো