প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০০:০০
আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন।
শৈশবে যখন বাবার কাছে মুক্তিযোদ্ধা আর
যুদ্ধের গল্প শুনতাম মনোযোগ দিয়ে যেমন,
আনমনে কতো দৃশ্য চোখে ভাসতো আমার।
আমিও তখন যুদ্ধে যেতাম খতম করে শত্রুকে,
মুক্ত করতাম এদেশের মাটি, আমার দেশের মানুষকে।
একদিন গল্পের মাঝেই বাবাকে শুধালাম,
ত্রিশ লক্ষ শহীদ হলো নির্যাতিতা কয়েক লাখ
তুমি তখন কোথায় ছিলে? নিজের জীবন এতোই দাম।
বাবা বললো, নারে খোকা, সেসব কথা আজকে থাক্।
যুদ্ধে আমি যাইনি ঠিকই, যখন শুনেছি স্বাধীনতার ডাক
দিয়েছি সাড়া, খুব সামান্য সহযোগী ছিলাম যে।
আমরা মাঝি আছে তরী, কী-ইবা এমন করতে পারি?
যুদ্ধকালে মুক্তি ভাই বললো, ওপার যেতে চাই, পার করে দে।
সাহস করে নিলাম তুলে; আজকে মোরা বাঁচি কি মরি।
পাল তুলে গাই, হানাদার সব নিপাত যাক্।
আমার যুদ্ধ এটুকুই; রাজাকারতো ছিলাম না।
বাংলা মায়ের স্বাধীনতা রুখতে তোরা পারবি না।
[আমার সহজ-সরল বাবার
যুদ্ধকালীন স্মৃতি অবলম্বনে।]