রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

বন্ধুজনিত প্রবলেম
অনলাইন ডেস্ক

যা বলে : দোস্ত, মনে কর, আমি হেল্পলাইন। তোর প্রেমের ব্যাপারে যা যা বললি, সারা জীবনের জন্য পেটে লক হয়ে গেছে। এ কথা মুখ থেকে বের হবে না। তুই নাকে তেল দিয়ে ঘুমা।

যা করে : আমার কোনো দোষ নেই বন্ধু। মিনুর বড় ভাই দুটো ঘুষি মারতেই মুখটা কেমন অটো হয়ে গেলো। তোতাপাখির মতো সব বলে দিলাম। ভুল বুঝিস্ না।

যা বলে : ধুর ব্যাটা বিয়ে করলেই কি মানুষ বন্ধুদের ভুলে যায় নাকি? তোরা আমার কাছে বেশি ইম্পোর্টেন্ট। বউয়ের আঁচল ধইরা পইড়া থাকার লোক আমি না।

যা করে : দোস্তরে আড্ডা পরে দিমু। বাসায় টাইম মতো না গেলে একটু ঝামেলা আছে। তার ওপর আছে মশারি টানানোর পেরেশানি। তোরা থাক আমি গেলাম।

যা বলে : তোরে ফেসবুকে সুপারহিট বানানোর দায়িত্ব আমার। মনে কর হাজার লাইক তোর ছবিতে পড়তে শুরু করছে। সাত বছরের অভিজ্ঞতা থেকে বলছি। এমন কারিশমা করমু যা দেখে মেয়েরা লাইন ধরব ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে। তুই আমার বন্ধু বলে কথা।

যা করে : পাবলিক মনে হয় আজকাল লাইক দেয়া কমিয়ে দিছে। এতো কিছু করার পরও তোর আইডিতে লাইক বাড়লো না। তোর কপালডাই খারাপ বন্ধু।

যা বলে : তোর জন্যে বিদেশ থেকে দামি ল্যাপটপ আনবো, ডিসএলআর আনবো। একবার কেবল আমাকে দেশে আইতে দে, দেখ কেমতে টাকা ওড়াই বন্ধুদের পেছনে।

যা করে : দোস্ত ল্যাপটপ তো কিনছিলাম কিন্তু ব্যাগে ঢুকাইতে ভুলে গেছি। ব্যাপার না পরেরবার তোরে ডাবল ল্যাপটপ দিমুনে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়