প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সরকারি কলেজে গত ৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে শিক্ষকবৃন্দের সাথে পাঠ উন্নয়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন পাঠ উন্নয়ন কমিটির আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আলী আজগর ফকির। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির সদস্য সচিব ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ারের সঞ্চালনায় শিক্ষার মানোন্নয়নে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিখিল চন্দ্র সাহা, উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ ইকবাল হোসেন খান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সেলিম হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আতিকুর রহমান, রসায়ন বিভাগের প্রভাষক মুহাম্মদ মোস্তাফিজুর রহমান ও ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ ইমরান হাসান।
অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এ ধরনের একটি মতবিনিময় সভা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। ভাল ফলাফল ও দক্ষ মানব সম্পদ তৈরিতে চাঁদপুর সরকারি কলেজ আরো এগ্রিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক-কর্মকর্তাবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।