শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০

স্বপ্নের মতো মেয়েটি
অনলাইন ডেস্ক

সেই মেয়েটিকে বললাম, এই শোনো।

আচ্ছা বলতো আগে কোথায় দেখেছি?

ঠিক কবে মনে নেই বিস্মৃতি যেনো,

তবে আজ তোমাকে সত্যিই চিনেছি।

তুমি সবুজ গাঁয়ের নাকে নথ, মক্তবের সখি।

মুক্তোঝরা দাঁতে খিলখিল হেসে,

ধানের ক্ষেতে ঢেউ তুলে যাওয়া পরাণপাখি;

লাজুক ঘোমটা টেনে চলো বধূ বেশে।

তুমি মেঘনার বালুচরে শে^ত কাশফুল,

সাদা বক খেলা করে যেথা সারাদিন।

সেথা মেঘ-রোদ লুকোচুরি সবই যে রঙিন,

শুভ্রসৌরভ মেখে ভাসাও দু কুল।

তুমি ওই দূর পাহাড়ে নির্ঝরিনির মতো,

রিমঝিম সুর তুলে চলো অবিরত।

তোমার বর্ষণে মুখর বেলা-সন্ধ্যা-দুপুর,

নিসর্গের হাসি যেনো তোমার ওই নুপুর।

তুমি নির্জন সৈকতে ঝিনুকের মতো,

বুকের গহিনে লুকিয়ে মুক্তো যতো।

দক্ষিণা হাওয়া মেখে নোনা জলে,

সুরের মূর্ছনায় মন ভরিয়ে দিলে।

তুমি বসন্ত বাগানের বাহারি কুসুম,

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়