রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০

স্বপ্নের মতো মেয়েটি
অনলাইন ডেস্ক

সেই মেয়েটিকে বললাম, এই শোনো।

আচ্ছা বলতো আগে কোথায় দেখেছি?

ঠিক কবে মনে নেই বিস্মৃতি যেনো,

তবে আজ তোমাকে সত্যিই চিনেছি।

তুমি সবুজ গাঁয়ের নাকে নথ, মক্তবের সখি।

মুক্তোঝরা দাঁতে খিলখিল হেসে,

ধানের ক্ষেতে ঢেউ তুলে যাওয়া পরাণপাখি;

লাজুক ঘোমটা টেনে চলো বধূ বেশে।

তুমি মেঘনার বালুচরে শে^ত কাশফুল,

সাদা বক খেলা করে যেথা সারাদিন।

সেথা মেঘ-রোদ লুকোচুরি সবই যে রঙিন,

শুভ্রসৌরভ মেখে ভাসাও দু কুল।

তুমি ওই দূর পাহাড়ে নির্ঝরিনির মতো,

রিমঝিম সুর তুলে চলো অবিরত।

তোমার বর্ষণে মুখর বেলা-সন্ধ্যা-দুপুর,

নিসর্গের হাসি যেনো তোমার ওই নুপুর।

তুমি নির্জন সৈকতে ঝিনুকের মতো,

বুকের গহিনে লুকিয়ে মুক্তো যতো।

দক্ষিণা হাওয়া মেখে নোনা জলে,

সুরের মূর্ছনায় মন ভরিয়ে দিলে।

তুমি বসন্ত বাগানের বাহারি কুসুম,

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়