শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০

কথার কথা
অনলাইন ডেস্ক

অনেক কথাই কথা নয়,

তবুও বলতে হয়,

অনেক কথাই অকথ্য থেকে যায়,

বলতে মানা তাই নিশ্চুপ রয়ে যায়,

লাগে ভয়।

তাই সবাই কথক নয়,

সব বাবুই শিল্পী নয়,

সব পাহাড় অটল নয়,

সব সত্য দৃঢ় নয়,

সব সৈনিক যোদ্ধা নয়,

সব মৃত শহীদ নয়,

সব সাহস অকুতোভয় নয়।

কথা বড়ই মূল্যবান,

সত্যের গান,

যেতে পারে জান,

শহীদেরা মৃত নয়

বেড়ে যায় সম্মান।

কথাতে আছে প্রাণ,

শুষ্কতায় ত্রাণরূপ

বিপ্লবে ঘ্রাণ।

মিঠে কথায় ভিজে না চিড়া

দূর হয় মন পীড়া।

ধূসর জীবনে সজীব সঞ্চারণায়

কথাই তাল, কথাই লয়

তবুও সব কথা নয়,

যদি লাগে ভয়,

অথবা যদি হয় নির্দয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়