প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০
অনেক কথাই কথা নয়,
তবুও বলতে হয়,
অনেক কথাই অকথ্য থেকে যায়,
বলতে মানা তাই নিশ্চুপ রয়ে যায়,
লাগে ভয়।
তাই সবাই কথক নয়,
সব বাবুই শিল্পী নয়,
সব পাহাড় অটল নয়,
সব সত্য দৃঢ় নয়,
সব সৈনিক যোদ্ধা নয়,
সব মৃত শহীদ নয়,
সব সাহস অকুতোভয় নয়।
কথা বড়ই মূল্যবান,
সত্যের গান,
যেতে পারে জান,
শহীদেরা মৃত নয়
বেড়ে যায় সম্মান।
কথাতে আছে প্রাণ,
শুষ্কতায় ত্রাণরূপ
বিপ্লবে ঘ্রাণ।
মিঠে কথায় ভিজে না চিড়া
দূর হয় মন পীড়া।
ধূসর জীবনে সজীব সঞ্চারণায়
কথাই তাল, কথাই লয়
তবুও সব কথা নয়,
যদি লাগে ভয়,
অথবা যদি হয় নির্দয়।