শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০

সৌরভ সালেকীনের দুটি কবিতা
অনলাইন ডেস্ক

জন্ম বুঝিনি সময়মতো,

সহকারী হলেন, ‘মাতাল বিবেক বুদ্ধি’,

অধ্যক্ষের জায়গাও খালি নেই,

দুঃখিত; এ-পদে নিয়োগ স্থগিত।

দুঃখের বারিধারায় প্রেম-প্রেম,

সুখ ক্রমাগত ¯্রােত গায়ে মেখে, ‘ভাসমান’।

কিঞ্চিৎ ভুল, বিপুল মাশুলে চুকে;

অথচ তিল তাল হয়Ñমাটি ছুঁয়ে গল্প বলে, ‘আসমান’।

মুখচ্ছবি

তবে বলা উচিত সত্বেও

বলে লাভ নেই...

পৃথিবীর রঙ চুষে রঙিন মানুষের মাতামাতি।

কেউ কারো দিকে তাকায় না।

অথচ একই পথের পথিকের মাঝে দূরত্ব থাকার কথা নয়।

ভেতরে পুষে ফেরা অসুখের সুখ,

কেউ বুঝতে চায় না

দেখেও না দেখার ভান।

আত্মার ফ্লাটে থাকতে দেয়া আত্মীয়ের মুখচ্ছবি প্রকাশ,

সবাই বন্ধু, চকচকে, রঙিন;

উদাসীন ও আত্মœকেন্দ্রিক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়