প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০
লক্ষ বছরের কোটি ক্রোশ শেষে
আজই প্রথম দেখা,
প্রথম দেখাগুলো নাকি
একটু অদ্ভুত ধরনের হয়।
আচমকা দেখা হলে, একসাথে যেমন স্বস্তি থাকে
সাথে থাকে অস্বস্তিও।
চোখে চোখ রাখাটা কেমন জানি শিহরণের মতো মনে হয়,
সাথে অবিমিশ্র এক প্রতিক্রিয়া;
আনমনে বিড়বিড় করতে থাকে তারা।
ছাই চাপা আগুন হৃদয়ে দাউদাউ করে জ্বলে উঠে
প্রথম দেখার চাহনি, মিষ্টি হাসি আর
অদ্ভুত এক সৌন্দর্য
বুকে নেশা ধরিয়ে দেয়।
মাথায় প্রথম দেখার স্মৃতি নাচতে থাকে উদ্বেল হয়েÑ
হৃৎপি-ের অলিন্দ আর নিলয়ের বেগ বাড়তে থাকে ক্রমশ,
শরীরে কি যেনো বুঁদ হয়ে যায়।
আকাশে-বাতাসে এক স্বপ্নাতুর রশ্মি জাগে
চাঁদের জ্যোৎ¯œা উজ্জ্বল হয়ে উঠে সহ¯্র গুণ;
ফুলেরা ফোটে হাজার বাহারি রঙ্গে, সমুদ্রের হিল্লোল দোল খায়
হৃদয়ে, দুচোখে আর মন-মগজে।
¯œায়ুর কাজগুলো হঠাৎ গতি হারায়
রক্তপ্রবাহ শিরা আর ধমনীর মেমব্রেনে চাপ বাড়িয়ে দেয়,
চোখ সপ্তর্ষিম-লের সবটুকু আলো পেয়ে যায় যেনো;
চোখের রডস আর কোণে নতুন বিচ্ছুরণ ভেসে উঠে
আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের সূত্রÑ
বদলে যায় নিমিষে।
কার্বন-ড্রাই-অক্সাইডের বর্তনী পূর্ণ হয় অক্সিজেনে
নিষ্ক্রিয় গ্যাসও সক্রিয় হয়ে উঠে
দুঃখবোধ পূর্ণ হয়ে উঠে নতুন স্বপ্নে
এ যে প্রথম দেখা, প্রথম দেখা!