শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০

জাতীয় সংগীত রক্ষার্থে জার্মানিতে প্রবাসীদের প্রতিবাদ

ফাতেমা রহমান রুমা, জার্মানি থেকে ॥
জাতীয় সংগীত রক্ষার্থে জার্মানিতে প্রবাসীদের প্রতিবাদ

জার্মানিতে বসবাসরত স্বাধীনতার সপক্ষের প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্মিলিত কণ্ঠে পরিবেশন করা হয় জাতীয় সংগীত এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মিশ্রিত লোকসংগীত।

জার্মানির ফ্রাঙ্কফ্রুট শহরে স্থানীয় একটি মিলনায়তনে বিপুল পরিমাণ প্রবাসীর উপস্থিতিতে গত ৫ আগস্টের পর থেকে ঘটে যাওয়া ইতিহাসের ভয়াবহ নৃশংসতা, হত্যাকাণ্ড, লুটপাট, অগ্নিসংযোগ, তদুপরি জাতীয় সংগীতের মতো স্পর্শকাতর জায়গায় মৌলবাদী স্বাধীনতা বিরোধীরা আঘাত করার প্রতিবাদ জানাতে হাজারো কণ্ঠে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়, যাতে ঐ মৌলবাদণ্ডজঙ্গিবাদণ্ড স্বাধীনতা বিরোধী শক্তিকে জানান দেওয়া হয় যে, বাংলাদেশের জনগণ কোনোদিনই জামাত- শিবির-রাজাকারদের বাংলার মাটিতে ও প্রবাসে গ্রহণ করবে না।

১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে জাতীয় পতাকা আর জাতীয় সংগীত আমাদের সাংবিধানিক আমানত। এখানে কোনো ষড়যন্ত্র আমরা মানবো না বলে প্রবাসীরা বক্তব্য দেন। ৫ আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পরে বাংলাদেশে যে সন্ত্রাসবাদণ্ড নৈরাজ্যবাদ চলছে তা বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি অসভ্য-জঙ্গী রাষ্ট্রে পরিচিত করেছে। এমনকি জার্মানিসহ অনেক রাষ্ট্র বাংলাদেশ ভ্রমণে তাদের নাগরিকদের নিষেধাজ্ঞা দিয়েছে, যা আমাদের জন্যে অত্যন্ত লজ্জাজনক ঘটনা।

সরকারের ক্ষমতার পালাবদলের মাত্র কয়েকদিনের মাথায় দেশের আইন-শৃংখলা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। দেশ ও জনগণের নিরাপত্তায় বর্তমান কর্তৃপক্ষ সম্পূর্ণ ব্যর্থ বলে প্রবাসীরা মতামত প্রদান করেন।

দেশের এই কঠিন মুহূর্তে স্বাধীনতার সপক্ষের ঐক্যের কোনো বিকল্প নেই বলেও সভায় উপস্থিত সকলে একমত পোষণ করেন।

হাজারো কণ্ঠে জাতীয় সংগীত, লোকজ সংগীত, প্রবাসীদের আপ্যায়নের এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধনে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, বীর মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মণি, কামরুল আহসান সেলিম, হাফিজুর রহমান আলম, জাহিদুল ইসলাম পুলক, হাকিম টিটু, নজরুল ইসলাম খালেদ, আব্বাস আলী চৌধুরী, শামসুল করিম পল, নোমান হামিদ, জালাল আবেদিন, রেখা সেলিম, তাপসী রায়, লিজা নুরুদ্দিন, নাসিরুদ্দিন, জাহাংগীর হোসেন, জিল্লুর রহমান,আতিকুল হক সবুজ, কামাল ভূইয়া, মোঃ জালাল, কাজী আসিফ হোসেন দিপ, দেলোয়ার হোসেন, জাহিদ বিপ্লব, আমানুল্লাহ ইসলাম, কায়সারুল আলম, ফিরোজ আহমেদ, আলি হোসেন, মহসিন, সোহেল, ইসমাঈল নেসার, শাহজাহান খান, বোরহান খান, অশ্রুসহ আরও অনেক জার্মানি প্রবাসী বাঙালি। তারা বলেন, হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের চেতনায় লালন করে আসা বাঙালিরা সমস্ত রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হবার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়