শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০০:০০

বিদেশের মাটিতে মাথা উঁচু করে থাকতে হবে : বাংলাদেশের হাইকমিশনার

মোহাম্মদ মাহামুদুল ॥
বিদেশের মাটিতে মাথা উঁচু করে থাকতে হবে : বাংলাদেশের হাইকমিশনার

বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো উল্লেখ করে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেছেন, এদেশে বৈধভাবে কাজ করে মাথার উঁচু করে থাকবো। মঙ্গলবার (৩০ জুলাই) হাইকমিশনের হলরুমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে মালদ্বীপে বাংলাদেশের শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এ সময় হাইকমিশনার সবাইকে মালদ্বীপের আইন যথাযথভাবে মেনে চলার ও কারো প্ররোচনায় অবৈধ কাজে লিপ্ত না হওয়ার জন্যে অনুরোধ জানান।

তিনি বলেন, একজন অবৈধভাবে কাজ করলে তার প্রভাব বাকি সবার ওপর পড়ে। তিনি শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া সোশ্যাল মিডিয়া যেনো কেউ অপব্যবহার না করেন সেদিকে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সবশেষে তিনি প্রবাসী সবাইকে পরস্পরের সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করে যাওয়ার জন্যে অনুরোধ জানান।

মিশনের কাউন্সেলর শ্রম মোঃ সোহেল পারভেজ মালদ্বীপের আইন মেনে সব প্রবাসীকে কাজ করার আহ্বান জানান। একইসাথে অবৈধ কাজ যেমন-মাদক, ডলার ব্যবসা ইত্যাদি থেকে বিরত থাকার জন্যে অনুরোধ জানান।

এছাড়া তিনি বলেন, ইমিগ্রেশনের নিয়মানুযায়ী ওয়ার্ক ভিসাতে এসে মালদ্বীপে অবৈধভাবে কোনো ব্যবসা করা যাবে না। তিনি সবাইকে সচেতন হওয়ার জন্যে অনুরোধ জানান।

প্রবাসী বাংলাদেশিদের পক্ষ হতে মালদ্বীপের ব্যবসায়ী দুলাল মাতবর বক্তব্য দেন। তিনি সবাইকে যে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্যে অনুরোধ করেন। এছাড়া মালদ্বীপে কোনো ধরনের বেআইনি সমাবেশ, মিছিল, মিটিং না করার জন্যেও অনুরোধ জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মালদ্বীপে বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীসহ মালদ্বীপের ব্যবসায়ী দুলাল হোসেন, বাংলাদেশি মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়